ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য খুশির খবর। কেন্দ্রে কয়েক হাজার কন্সটেবেল নিয়োগের বিজ্ঞপ্তি  আর কয়েকদিন পরেই প্রকাশিত হবে। নিয়োগ করা হবে "Constable (GD) in CAPFS,NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2021" এর মাধ্যমে।  যদিও এই নিয়োগের বিজ্ঞপ্তি সরকারি ভাবেই প্রকাশ হওয়ার কথা ছিলো ২৫ মার্চ,২০২১-এ। তবে মে মাসের প্রথম সপ্তাহেই এই বিজ্ঞপ্তি বেরোচ্ছে বলে স্টাফ সিলেকশন কমিশন সূত্রের খবর। 

       পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে দরকারি তথ্য (সম্ভাব্য)

 

যোগ্যতা


           মাধ্যমিক পাশ প্রার্থীরা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। 

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য। 

প্রার্থী বাছাই

লিখিত পরীক্ষা ও শারীরিক মাননির্ণয় ও শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।ইন্টারভিউ হবে না।

পরীক্ষার সিলেবাস

মোট ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন থাকবে।GI, GK, MATH এবং ENGLISH প্রতিটিতে ২৫টি করে প্রশ্ন থাকবে। 

শারীরিক সক্ষমতার পরীক্ষা

ছেলেদের ক্ষেত্রে ২৪ মিনিটে ৫ কি.মি দৌড় ; মেয়েদের ক্ষেত্রে  ৫ মিনিটে ১. ৬ কি.মি দৌড়তে হবে।

শারীরিক মাননির্ণয়

General, SC, ও OBC, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬২.৫ সে.মি এবং মহিলাদের ক্ষেত্রে ১৫০ সে.মি। General, SC ও OBC পুরুষদের বুকের ছাতির ন্যুনতম মান ৮০ সে.মি এবং ST হলে ৭৬ সে.মি হতে হবে।  বুকের ছাতি কমপক্ষে ৫ সে.মি ফোলানোর দক্ষতা থাকা চাই।

আবেদনের ফি

আবেদনের ফি ১০০ টাকা। SC, ST ও মহিলা প্রার্থীদের কোনো ফি লাগবে না। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে স্টাফ সিলেকসন কমিসনের ওয়েবসাইটে

যোগ্যতা, প্রার্থী নির্বাচন পদ্ধতি, পরীক্ষার ফি সহ কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্য আমাদের website এ বাংলাতে পেয়ে যাবেন। তাই প্রতিদিন website লক্ষ্য রাখুন। পাশাপাশি প্রতিনিয়ত আপডেট থাকতে স্কিল বেঙ্গলের FaceBook পেইজ লাইক এবং ফলো করুন।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ