ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টাফ সিলেকশন কমিশনের টাইপিং টেস্ট/ডেস্ট স্ক্রিপ্টস মূল্যায়নের সংশোধিত গাইডলাইন প্রকাশিত হয়েছে। এস এস সি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in এর ' Candidate Corner ' এ বিস্তারিত তথ্য দেওয়া আছে।

আরও পড়ুনঃ 

মূল্যায়নের ক্ষেত্রে যে যে কারণে ভুল উত্তর বলে ধরে নেওয়া হবে সেগুলির দুটি ভাগ আছে। যথা - ক) পূর্ণ ভুল ও খ) অর্ধ ভুল।

ক) পূর্ণ ভুল এর মধ্যে যে বিষয়গুলি থাকবে - 

১) ভুল শব্দ/সংখ্যা লেখা
২) প্যাসেজ বহির্ভূত শব্দ/সংখ্যা বসালে
৩) স্পেলিং ভুল হলে, একই শব্দ একাধিক বার লিখলে ইত্যাদি
৪) অসম্পূর্ণ শব্দ লিখলে

খ) অর্ধ ভুলের মধ্যে যে বিষয়গুলি থাকবে - 

১) শব্দের মাঝের স্পেস সম্পর্কিত ভুল
২) শব্দের বড়ো/ছোট হাতের অক্ষর লেখার টাইপিং এ ভুল
৩) শব্দের পরপর অবস্থানের ক্ষেত্রে ভুল
৪) প্যারাগ্রাফ এর ক্ষেত্রে ভুল হলে
৫) লেখাতে বিরাম চিহ্ন জনিত ভুল হলে

মাথায় রাখতে হবে, পেন/পেন্সিল দিয়ে কোন ভুল সংশোধন করলে সেটাকেও ভুল বলে ধরে নেওয়া হবে।

ইংরেজি/হিন্দি - দুটির মধ্যে প্রার্থী যে মাধ্যম বেছে নিয়েছেন সেই মাধ্যমেই তাকে টেক্সট প্যাসেজ লিখতে হবে।

যে কোন প্যারা শুরু করার আগে ট্যাব কি ব্যবহার করতে হবে। প্রত্যেকটি বিরাম চিহ্ন দেওয়ার পর কেবল একটি স্পেস রাখতেই হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এস এস সি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ