ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ এস এস সি -র প্রথম ধাপের পরীক্ষায় (SSC Translator Exam 2022) মোট ৩২২৪ জন পাশ করেছেন। যারা কাট অফ মার্কস পেয়েছেন আর যারা পাননি প্রত্যেকের রেজাল্ট দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে ১৬ নভেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত।

পরীক্ষার্থীদের রেজিস্টার্ড লগ ইন আই ডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের ফলাফল দেখার পাশাপাশি প্রশ্নপত্র এবং ফাইনাল আনসার কি দেখারও সুযোগ দেবে কমিশন।

তবে ঐ নির্দিষ্ট তারিখের মধ্যেই এই সুযোগ মিলবে, এমনটাই জানিয়েছে কমিশন।

যারা প্রথম পেপারে পাশ করেছেন তাদের ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় পেপারের পরীক্ষা নেওয়া হবে আগামী ৪ ডিসেম্বর, ২০২২ এ। 

 

ক্যাটেগরি ভিত্তিক কাট অফ মার্কস । SSC Translator Exam 2022

 

১) SC-  82.50 (পাশ করেছেন ৭৭৭ জন)

২) ST -  76.50 (পাশ করেছেন ২৪০ জন)

৩) OBC - 110.50 (পাশ করেছেন ১২০৮ জন)

৪) EWS -  51.25 (পাশ করেছেন ৪৩৫ জন)

৫) UR -  134.24 (পাশ করেছেন ৪৫০ জন)

৬) OH -  42.25 (পাশ করেছেন ৭৮ জন)

৭) HH - 64.50 (পাশ করেছেন ১৫ জন)

৮) VH -  40.75 (পাশ করেছেন ১৪ জন)

৯) OTHERS PWD - 50.25 – (পাশ করেছেন ৭ জন)

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – Download PDF

 

এই পরীক্ষা (Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2022 ) সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এস এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট - https://ssc.nic.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ