ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এসএসসি এর মাধ্যমে মাল্টি টাস্কিং স্টাফ ও হাভলদার পোস্টে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করা হবে । কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে এই নিয়োগ হবে। মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে। 

পেপার ১ এর পরীক্ষার সম্ভাব্য সময় জুলাই, ২০২২। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) মাল্টি টাস্কিং স্টাফ (নন - টেকনিক্যাল)
শূন্যপদ - শূন্যপদের সংখ্যা পরবর্তীকালে প্রকাশিত করা হবে
২) হাভালদার (CBIC & CBN)
শূন্যপদ - ৩৬০৩টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ বা সমতুল্য
তবে মুক্ত ও দূরশিক্ষা বিভাগের মাধ্যমে ডিগ্রী/ডিপ্লোমা/সার্টিফিকেট প্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না।

বয়স - মাল্টি টাস্কিং স্টাফ ও হাভালদার CBN পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৭ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৪ এর মধ্যে।
হাভালদার CBIC এবং মাল্টি টাস্কিং স্টাফ এর কিছু পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে  ২ জানুয়ারি, ১৯৯৫ সাল থেকে ১ জানুয়ারি, ২০০৪ এর মধ্যে।

তবে এসসি/এসটির জন্য ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর, প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পে - স্কেল - পে লেভেল ১

নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষার দুটি ধাপ - পেপার ১ ও পেপার ২ এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট / ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে।
পেপার ১ হল কম্পিউটার বেসড টেস্ট। মোট ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ৯০ মিনিট। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতে হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পেপার ১ পরীক্ষার সম্ভাব্য সময় জুলাই, ২০২২। 
পশ্চিমবঙ্গের বর্ধমান, আসানসোল, গ্যাংটক ও দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।

পেপার ২ পরীক্ষার মোট নম্বর ৫০ ও সময়সীমা ৪৫ মিনিট। এটি ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা।কাগজে কলমে লিখে পরীক্ষা দিতে হবে। পেপার ১ এ উত্তীর্ণ হলে পেপার ২ পরীক্ষায় অংশ নিতে পারে যাবে। 
হাভালদার  পোস্টের ক্ষেত্রে PET ও PST পরীক্ষা দিতে হবে।


PET তে পুরুষদের ১৫ মিনিটে ১৬০০ মিটার হাঁটা ও ৩০ মিনিটে ৮ কিমি সাইক্লিং এবং মহিলাদের ক্ষেত্রে ২০ মিনিটে ১ কিমি হাঁটা ও ২৫ মিনিটে ৩ কিমি সাইক্লিং করে দেখাতে হবে।


PST পরীক্ষার জন্য পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭.৫ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৬ সেমি। এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫২ সেমি ও ওজন হতে হবে ৪৮ কেজি।


তবে বিশেষ কিছু ক্ষেত্রে উচ্চতার ছাড় আছে।
পরীক্ষার  ৩ - ৭ দিন আগে অ্যাডমিশন সার্টিফিকেট ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। সেটির প্রিন্ট আউট বার করে নিতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in  এ ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদির ছবি আপলোড করে আবেদন পত্র পূরণ করতে হবে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। 
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/BHIM UPI এর মাধ্যমে বা অফলাইনে SBI ব্যাঙ্কের মাধ্যমে।
অনলাইনে টাকা জমা করার শেষ তারিখ ২ মে, ২০২২। অফলাইনে ব্যাঙ্কে চালান বের করার শেষ তারিখ ৩ মে, ২০২২ ও টাকা জমা করার শেষ তারিখ ৪ মে, ২০২২।

আবেদন পত্র সংশোধন করা যাবে ৫ মে, ২০২২ থেকে ৯ মে, ২০২২ পর্যন্ত।
একজন প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.nic.in । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ