SSC HS Level Exam: ইন্টারভিউ ছাড়াই কয়েক হাজার সরকারি চাকরি
সন্তু সামন্তঃ এবার ইন্টারভিউ ছাড়াই চাকরির সুযোগ। তাও সরকারি দপ্তরে। বাকি আর মাত্র ২ দিন। কয়েক লক্ষ চাকরি প্রার্থী ফর্ম ফিলাপের অপেক্ষায় রয়েছেন এই পরীক্ষার (SSC HS Level Exam)। যেখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই কয়েক হাজার ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদনের সুযোগ পাওয়া যাবে। চাকরি হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে।
পরীক্ষা নেওয়া হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। সমস্ত নিয়োগের প্রক্রিয়া ১ বছরের মধ্যেই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, Combined Higher Secondary (10+2) Level Examination, ২০২২ পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন। বিজ্ঞপ্তি বেরোবে আগামী ৬ নভেম্বর।
পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতির সুবিধার্থে যোগ্যতা, পরীক্ষার সিলেবাস সহ বিশেষ কিছু তথ্য এখানে দেওয়া হল।
যোগ্যতা । Eligibility of SSC HS Level Exam
চলুন দেখে নেওয়া যাক, কোন যোগ্যতায় কোন পোস্টে কারা আবেদন করতে পারবেন।
যে কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। তবে কেন্দ্রীয় সরকারের CAG দপ্তরে চাকরি পেতে হলে সায়েন্সে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
উল্লেখ্য, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
নির্বাচন পদ্ধতি। Recruitment Process of SSC HS Level Exam
প্রার্থী বাছাই করা হবে ৩ টি ধাপের পরীক্ষার মাধ্যমে - টায়ার ১, টায়ার ২ ও টায়ার ৩।
টায়ার ১ এ কম্পিউটার বেসড পরীক্ষায় English Language, General Intelligence, Quantitative Aptitude ও General Awareness থেকে ২০০ টি প্রশ্ন (২০০ নম্বর) থাকবে। সময় ১ ঘণ্টা।
টায়ার ২ পরীক্ষায় ১০০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে।
এরপর নেওয়া হবে স্কিল টেস্ট / টাইপিং। কোনও ইন্টারভিউ নেওয়া হবে না।
কোন পোস্টে কীরকম বেতন | Salary of SSC HS Level Exam
১) Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA): Pay Level-2 (Rs. 19,900-63,200).
২) Postal Assistant (PA)/ Sorting Assistant (SA): Pay Level-4(Rs. 25,500-81,100)
৩) Data Entry Operator (DEO): Pay Level-4(Rs. 25,500-81,100) and Level-5(Rs. 29,200-92,300). ও
৪) Data Entry Operator, Grade ‘A’: Pay Level-4(Rs. 25,500-81,100).
আবেদন পদ্ধতি | How to Apply
আবেদন করতে হবে অনলাইনে স্টাফ সিলেকশন কমিশন এর এই ওয়েবসাইটে - https://ssc.nic.in/।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর, ২০২২ থেকে।
আবেদন ফি ১০০ টাকা (আবেদন ফি নেই এই সমস্ত পরীক্ষার্থীদের - Women, Scheduled Castes (SC), Scheduled Tribes (ST), Persons with Disabilities (PwD) and Ex-servicemen (ESM))।
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Here
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখিন এস এস সি'র এই ওয়েবসাইট - https://ssc.nic.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।