সরকারি গবেষণাগারে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার এস.এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস -এ অ্যাটেনডেন্ট পোস্টে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - SNB/Advt/22-23/008।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
শুরুতেই বেতন প্রায় ৩০,০০০/- টাকা।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা। শুরুতেই বেতন ৩০,৭৮৯/- টাকা।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের মধ্যে থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কেবল এসসি ক্যাটাগরির আবেদনকারীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৮ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে অনলাইনে সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি, ছবি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - 'Registrar, S.N.Bose National Centre for Basic Sciences, Block JD, Sector III, Saltlake, Kolkata - 700106' ।
খামের উপর লিখতে হবে - ' Application for the post of Attendent (reserved for Schedule Caste candidates) '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট http://newweb.bose.res.in/InfoAnnouncements/JobOpenings.jsp?type=ADMINISTRATION ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ