সরকারি গবেষনা সংস্থায় নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এ কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - SNB/Advt/22-23/009।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসোসিয়েট প্রফেসর
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর পি.এইচ ডি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ মোট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৫ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
বেতন - ১,২৩,১০০/- টাকা
২) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর পি.এইচ ডি. সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৫ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
বেতন - ৭৮,৮০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে SNBNCBS এর অফিসিয়াল ওয়েবসাইট https://newweb.bose.res.in/ থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - 'Registrar, Satyendra Nath Bose National Centre for Basic Sciences, Block - JD, Sector - III, Salt Lake, Kolkata - 700106 '।
পাশাপাশি আবেদন পত্র ও প্রয়োজনীয় তথ্যাদি ইমেল করতে হবে এই ইমেল আইডিতে - facultyapplications2022@bose.res.in।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SNBNCBS এর ওয়েবসাইট https://newweb.bose.res.in/Faculty_Recruitment_2022.jsp
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।