বর্ডার পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now
আবেদন করতে হবে অনলাইনে ১৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - সাব ইন্সপেক্টর
শূন্যপদ - ৩৭টি (পুরুষ - ৩২টি, মহিলা - ৫টি)
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৭০
সেমি এবং বুকের ছাতির মাপ হতে হবে ৮০ সেমি - ৮৫ সেমির মধ্যে। মহিলাদের উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।
বয়স - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রতিটি ধাপে উত্তীর্ণ হলে তবে পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে।
পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ, অ্যাডমিট কার্ড প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ১৪ আগস্ট, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ২০০/- টাকা।
তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBPF এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in।