ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ডার সিকিউরিটি ফোর্সে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। 
ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ

আবেদন করতে হবে অনলাইনে ১২ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সাব ইন্সপেক্টর
মোট শূন্যপদ - ২২টি

ক) ভেহিকেল মেকানিক
শূন্যপদ - ১২টি

খ) অটো ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ৪টি

গ) স্টোর কিপার
শূন্যপদ - ৬টি

 

আরও পড়ুনঃ শুরু হল বেসরকারি রেল পরিষেবা। কি সুবিধা পাবেন যাত্রীরা?

 

যোগ্যতা - অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

২) কনস্টেবল
মোট শূন্যপদ - ৮৮টি

ক) OTRP পুরুষ - ৮টি
     OTRP মহিলা - ১টি

খ) SKT (পুরুষ) - ৬টি

গ) ফিটার (পুরুষ ) - ৬টি
     ফিটার (মহিলা ) - ১টি

ঘ) কারপেন্টার (পুরুষ) - ৪টি

ঙ) অটো ইলেকট্রিক (পুরুষ) - ৯টি
     অটো ইলেকট্রিক (মহিলা) - ১টি

চ) ভেহিকেল মেকানিক (পুরুষ) - ১৭টি
    ভেহিকেল মেকানিক (মহিলা) - ৩টি

ছ) BSTS (পুরুষ) - ৬টি
     BSTS (মহিলা) - ১টি

জ) ওয়েল্ডার (পুরুষ) - ১০টি
      ওয়েল্ডার (মহিলা) - ১টি

ঝ) পেন্টার (পুরুষ ) - ৪টি

ঞ) আপহোলস্টার (পুরুষ) - ৫টি

ট) টার্নার (পুরুষ) - ৫টি

 

আরও পড়ুনঃ এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছল ভারতীয় ফুটবল দল

 

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট অথবা তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রেই পুরুষদের উচ্চতা হতে হবে ১৬৫সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৫ সেমি থেকে ৮০ সেমি। এবং মহিলাদের উচ্চতা থাকতে হবে ১৫৭সেমি।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

নির্বাচন পদ্ধতি দুটি ধাপে বিভক্ত। প্রথম ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হবে।প্রথম ধাপে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপের পরীক্ষা দিতে পারা যাবে।

 

আরও পড়ুনঃ আসছে আরও এক ভারতীয় অধিনায়কের বায়োপিক

 

দ্বিতীয় ধাপে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

লিখিত পরীক্ষার সিলেবাস, ধরণ, নম্বর প্রভৃতি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in এর মাধ্যমে ১২ জুলাই, ২০২২ এর মধ্যে।

সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০/- টাকা এবং কনস্টেবল পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০/- টাকা।

 

আরও পড়ুনঃ এবার মাত্র দেড় বছরের মধ্যেই দশ লক্ষ সরকারি চাকরি, ঘোষণা প্রধানমন্ত্রীর

 

এসসি/এসটি/BSF সার্ভিং পার্সোনেল/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ