ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর জন্য নির্ণায়ক পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) ২০২১ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিজ্ঞপ্তি নম্বর 23/SET। 

পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি, ২০২২। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা পরবর্তী কালে আরও বৃদ্ধি পেতে পারে। তবে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার দিন পরিবর্তন হতে পারে।


আবেদন করতে হবে অনলাইনে ১৫সেপ্টেম্বর,২০২১ (রাত্রি ১২টা) এর মধ্যে। 

অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

সেট পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর - CLICK HERE

বিষয় ভিত্তিক সিলেবাস - CLICK HERE

যোগ্যতা


কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর (ও বি সি- নন ক্রেমি / এস সি / এস টি / প্রতিবন্ধী / তৃতীয় লিঙ্গ শ্রেণীর ক্ষেত্রে ৫০ %) সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।  ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা ও আবেদনের যোগ্য। 

১৯৯১ সাল অনুযায়ী পি এইচ ডি ডিগ্রী যাদের আছে তারা যোগ্যতার নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় পাবে।

বয়স সীমা

বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই।


পরীক্ষা পদ্ধতি 

নিম্নলিখিত  মোট ৩৩টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হবে। 

Code & Subject
01 ENGLISH
02 BENGALI
03 SANSKRIT
04 HINDI
05 URDU
06 COMMERCE
07 ECONOMICS
08 HISTORY
09 PHILOSOPHY
10 POLITICAL SCIENCE
11 EDUCATION
12 CHEMICAL SCIENCES
13 GEOGRAPHY
14 LIFE SCIENCES
15 MATHEMATICAL SCIENCES
16 PHYSICAL SCIENCES
17 SOCIOLOGY

18 PSYCHOLOGY
19 LIBRARY & INFORMATION SCIENCE
20 PHYSICAL EDUCATION
21 ELECTRONIC SCIENCE
22 COMPUTER SCIENCE
23 HOME SCIENCE
24 SANTHALI
25 MASS COMMUNICATION & JOURNALISM
26 ANTHROPOLOGY
27 EARTH SCIENCES
28 MUSIC
29 LAW
30 NEPALI
31 MANAGEMENT
32 ARABIC
33 ENVIRONMENTAL SCIENCES 

২০২০ সালের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ডাকের মাধ্যমে। বা পরীক্ষার্থীরা  অনলাইনেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

 অবজেক্টিভ টাইপের ২ টি পেপারের প্রথম পেপারে ১০০ নম্বর (৫০ টি প্রশ্ন- reasoning ability, reading comprehension, divergent thinking and general awareness ) এক ঘন্টা (সকাল ৯:৩০ - ১০:৩০টা) এবং দ্বিতীয় পেপারে (আবশ্যিক) ২০০ নম্বর (১০০ টি প্রশ্ন - সংশ্লিষ্ট বিষয় থেকে) দুই ঘণ্টা ( সকাল ১১:০০ - ১: ০০ টা) সময় থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। 

কালো পেন দিয়ে ও এম আর (OMR) শীটে উত্তর দিতে হবে।

 অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে যোগ্য হওয়ার জন্য জেনারেল ও আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে দুটি পেপারেই কমপক্ষে ৪০% পেতে হবে এবং বাকি (এস সি/এস টি/প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ) ক্যাটাগরির ক্ষেত্রে ৩৫% পেতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৫সেপ্টেম্বর, ২০২১ (রাত্রি ১২টা)। 

অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

আবেদনের ফি ১২০০ টাকা। (ও বি সি -  নন ক্রেমি লেয়ার/ আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে ৬০০ টাকা এবং  এস সি/ এস টি/ প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ এর প্রার্থী দের ক্ষেত্রে ৩০০ টাকা)। 

আবেদন ফি জমা করতে হবে অনলাইনে ক্রেডিট/ডেবিট/ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। অন্য কোনো মাধ্যমে টাকা জমা করা যাবে না। 
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBCSC  এর অফিসিয়াল ওয়েবসাইট https://wbcsc.org.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ