ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্লার্ক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা আপাতত স্থগিত রাখল স্টেট ব্যাঙ্ক।

স্টেট ব্যাঙ্কের 'Central Recruitment & Promotion Department' সূত্রে খবর প্রিলিমিনারি পরীক্ষা এই মাসেই নেওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯ প্যান্ডেমিক এর কারণে অনির্দিষ্ট কালের জন্য এই পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্টেট ব্যাঙ্কের বিজ্ঞপ্তি

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ এপ্রিল তারিখে স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়া  সারা ভারতে অবস্থিত তাদের বিভিন্ন শাখায় ক্লার্ক ( জুনিয়র অ্যাসোসিয়েট) পোস্টে মোট ৫২৩৭ জন কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি (advertisement No. CRPD/CR/2021-22/09 dated 27.04.2021) জারি করেছিল। 

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। মেন পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ছিল ৩১ জুলাই, ২০২১। প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় মেন পরীক্ষা ও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

কবে পরীক্ষা নেওয়া হবে খুব শীঘ্রই স্টেট ব্যাঙ্ক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেবে- এমনটাই সূত্রের খবর। 

স্টেট ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগ এর বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। 

এই বিষয়ে আরেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ