স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বিভিন্ন পোস্টে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সারা দেশে স্টেট ব্যাংকের বিভিন্ন শাখায় একাধিক পোস্টে মোট ৬৯৭ জন কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট বয়ান অনুযায়ী। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিজ্ঞপ্তি অনুযায়ী পোস্টের বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) বিজ্ঞপ্তি নম্বর - CRPD/SCO/2022-23/13
আবেদনের শেষ তারিখ - ২০ সেপ্টেম্বর, ২০২২
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডটনেট ডেভেলপার)
শূন্যপদ - ৫টি
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
২) ডেপুটি ম্যানেজার (ডটনেট ডেভেলপার)
শূন্যপদ - ৪টি
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জাভা ডেভেলপার)
শূন্যপদ - ৪টি
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
৪) ডেপুটি ম্যানেজার (জাভা ডেভেলপার)
শূন্যপদ - ৪টি
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
৫) ডেপুটি ম্যানেজার (AI/ML ডেভেলপার)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৪ বছরের মধ্যে।
৬) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর)
শূন্যপদ - ২টি
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
৭) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর)
শূন্যপদ - ২টি
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
৮) ডেপুটি ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
৯) ডেপুটি ম্যানেজার (অ্যাপ্লিকেশন সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
১০) ডেপুটি ম্যানেজার (অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৪ বছরের মধ্যে।
যোগ্যতা - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী অথবা এম.টেক /এম.ই ডিগ্রী থাকতে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
১১) সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ ( ইনফ্রাস্ট্রাকচার অপারেশন)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।
১২) সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (ডেভ অপস)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।
১৩) সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (ক্লাউড নেটিভ ইঞ্জিনিয়ার)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।
১৪) সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (ইমার্জিং টেকনোলজি)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।
১৫) সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ (মাইক্রো সার্ভিসেস ডেভেলপার)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
যোগ্যতা - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী অথবা এম.টেক /এম.ই ডিগ্রী থাকতে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি - যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
খ) বিজ্ঞপ্তি নম্বর - CRPD/SCO-WEALTH/2022-23/14
আবেদনের শেষ তারিখ - ২০ সেপ্টেম্বর, ২০২২
১) ম্যানেজার (বিজনেস প্রসেস)
শূন্যপদ - ১টি
বয়স - বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
২) সেন্ট্রাল অপারেশনস টিম সাপোর্টটিম সাপোর্ট
শূন্যপদ - ২টি
বয়স - বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
৩) ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট)
শূন্যপদ - ২টি
বয়স - বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
৪) প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস)
শূন্যপদ - ২টি
বয়স - বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
৫) রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদ - ৩৩৫টি
বয়স - বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
৬) ইনভেস্টমেন্ট অফিসার
শূন্যপদ - ৫২টি
বয়স - বয়স হতে হবে ২৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
৭) সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
শূন্যপদ - ১৪৭টি
বয়স - বয়স হতে হবে ২৬ বছর থেকে ৩৮ বছরের মধ্যে।
৮) রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড)
শূন্যপদ - ৩৭টি
বয়স - বয়স হতে হবে ২৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
৯) রিজিওনাল হেড
শূন্যপদ - ১২টি
বয়স - বয়স হতে হবে ৩৫ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
১০) কাস্টোমার রিলেশনশিপ এক্সিকিউটিভ
শূন্যপদ - ৭৫টি
বয়স - বয়স হতে হবে ২০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
যোগ্যতা - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই গ্র্যাজুয়েট পাশ বা প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি - যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
৫ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে।
গ) বিজ্ঞপ্তি নম্বর - CRPD/SCO/2022-23/17
আবেদনের শেষ তারিখ - ৩০ সেপ্টেম্বর, ২০২২
পোস্ট - ডেপুটি চিফ টেকনোলজি অফিসার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে।
নির্বাচন পদ্ধতি - আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন পদ্ধতি
উল্লেখিত সকল পোস্টের ক্ষেত্রেই আবেদন করতে হবে অনলাইনে SBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/web/careers অথবা https://www.sbi.co.in/web/careers এর মাধ্যমে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম, নির্বাচন পদ্ধতি সংক্রান্ত তথ্য ও অন্যান্য সকল বিস্তারিত তথ্য জানতে দেখুন SBI এর অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/web/careers অথবা https://www.sbi.co.in/web/careers।
SBI Jobs | SBI Vacancy | Bank Jobs | State Bank Jobs| Bank Recruitment
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ