স্টেট ব্যাঙ্কে ৫ হাজার ক্লার্ক নিয়োগ
সন্ত সামন্তঃ স্টেট ব্যঙ্ক অব ইন্ডিয়া ক্লার্ক (জুনিয়র অ্যাসোসিয়েট - কাস্টমার সাপোর্ট এবং সেলস) পোস্টে মোট ৫০০৮ জন কর্মী নিয়োগ করবে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর -(Advertisement No. CRPD/CR/2022-23/15) ।
নির্বাচিতদের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ২৭ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
একজন প্রার্থী কেবলমাত্র একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন।
যেই রাজ্যের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যদি সংশ্লিষ্ট ভাষা পড়ে থাকেন সেক্ষেত্রে কোনও ভাষাগত পরীক্ষা দিতে হবে না, অন্যথায় মেন পরীক্ষায় পাশ করার পর স্থানীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে।
এই পরীক্ষায় পাশ না করলে ফাইনাল মেধা তালিকায় স্থান পাবেন না।
আরও পড়ুনঃ সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে চলতি বছরের নভেম্বর মাসে। মেন পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ২০২২ এর ডিসেম্বর বা ২০২৩ এর জানুয়ারি।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও শাখায় গ্র্যাজুয়েট। যারা এ বছর গ্রাজুয়েসানের ফাইনাল বর্ষের পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে অতি অবশ্যই ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে গ্রাজুয়েট হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।
বয়স
বয়স হতে হবে ১ আগস্ট , ২০২২ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বয়সসীমায় ছাড়পত্র:
১)SC/ST -৫ বছর
২)OBC - ৩ বছর
৩)PWD (gen/EWS)- ১০ বছর
৪)PWD (SC/ST) -১৫ বছর
৫)PWD (OBC) - ১৩ বছর
৬) ex-service man/ Disabled e-service man- ৮ বছর
৭)বিধবা/ অবিবাহিত / ডিভোর্সি মহিলা -৭ বছর
আরও পড়ুনঃ শিক্ষার সার্বিক মানোন্নয়নে নয়া প্রকল্পের ঘোষণা কেন্দ্রের
অফিসিয়াল তথ্য – Download Now
নিয়োগ পদ্ধতি
অনলাইন প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস
SL No |
Name of Test |
No of Questions |
Maximum Marks |
Duration |
1 |
English Language |
30 |
30 |
20 mt |
2 |
Numerical Ability |
35 |
35 |
20 mt |
3 |
Reasoning Ability |
35 |
35 |
20 mt |
|
Total |
100 |
100 |
1 Hour |
আরও পড়ুনঃ ৫ টি সংস্থায় কাজের খবর
মেন পরীক্ষার সিলেবাস
SL No |
Name of Test |
No of Questions |
Maximum Marks |
Duration |
1 |
General/ Financial Awareness |
50 |
50 |
35 min |
2 |
General English |
40 |
40 |
35 min |
3 |
Quantitative Aptitude |
50 |
50 |
45 min |
4 |
Reasoning Ability & Computer aptitude |
50 |
60 |
45 min |
|
Total |
190 |
200 |
2 hr 40 mt |
প্রি-এক্সাম ট্রেনিং
সরকারি নিয়ম অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক SC/ST/XS/ Religious Minority Community র প্রার্থীদের জন্য প্রি- এক্সাম ট্রেনিং এর ব্যবস্থা করেছে। অনলাইনে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে। কবে কখন কোথায় ট্রেনিং শুরু হবে তার বিস্তারিত তথ্য জানতে নিয়মিত চোখ রাখুন স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
আরও পড়ুনঃ আত্মরক্ষার প্রশিক্ষণে কলকাতা পুলিশ, নাম নথিভুক্ত করুন আজই
প্রবেশন পিরিয়ড
ফাইনাল মেধা তালিকায় থাকা প্রার্থিদের প্রথমে ৬ মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। এই সময় ব্যাঙ্ক নির্ধারিত ই লেসন সফল ভাবে সম্পূর্ণ করলে চাকরিতে যোগদান করতে পারবেন।
বেতন
শুরুতে মেট্রো সিটি তে বেতন মাসিক ২৯,০০০ টাকা। এর সঙ্গে অন্যান্য ভাতা রয়েছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ২৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে।
আবেদনের লিঙ্ক – Apply Online
আবেদনের ফি ৭৫০ টাকা (SC/ ST/ PWD/ XS/DXS দের ফি লাগবে না)।
নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://sbi.co.in/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ