ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - BSL/R/2022-01।

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে (আবেদনের শেষ তারিখের সময় বর্ধিত হয়ে)।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - অ্যাটেনডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি

শূন্যপদ - ১৪৬টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের  অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নেওয়া থাকতে হবে।

পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৫ সেমি ও ওজন ৪৫ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৪৩ সেমি ও ওজন ৩৫ কেজি।

বয়স - বয়স হতে হবে ১৫ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

ট্রেনিং ও প্রবেশন পিরিয়ড - ২ বছর

বেতন - ট্রেনিং পিরিয়ডের প্রথম বছর ১২,৯০০/- টাকা, দ্বিতীয় বছর ১৬,১০০/- টাকা।

পরবর্তীকালে বেতনক্রম -  ২৫,০৭০/- টাকা - ৩৫,০৭০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্ট/ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in

বোকারো স্টিল প্ল্যান্টে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

 


আবেদন করতে হবে অনলাইনে SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in এর মাধ্যমে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে (আবেদনের শেষ তারিখের সময় বর্ধিত হয়ে)।

প্রসেসিং মূল্য সহ আবেদন মূল্য ২০০/- টাকা।

এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

কিন্তু প্রসেসিং ফি বাবদ ১০০/- টাকা সকল ক্যাটাগরির ক্ষেত্রেই জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ