রোবট পেইন্টিং জানা অজানার বিভিন্ন তথ্য
যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ও অনেক পরিবর্তন হয়েছে। 'ম্যান মেড' লেবার থেকে 'মেশিন মেড' লেবার এর চল শুরু হয়েছে সারা বিশ্ব জুড়ে। 'অটোমেটিক' দুনিয়ায় মানুষের সরাসরি কাজ করার পরিসর ক্রমশ কমছে।অধিকাংশই হয়ে উঠছে যন্ত্রচালিত। কি না হয় যন্ত্রে! এই প্রজন্মে বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ দান রোবট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার্যত অনেক অসম্ভবকে সম্ভব আর অনেক দুর্বোধ্য কে সুগম করে দেখিয়েছে।
রোবট শব্দটির উৎপত্তি চেক শব্দ ‘রোবোটা’ থেকে, যার আক্ষরিক অর্থ 'ফোর্সড লেবার'। আক্ষরিক অর্থে ফোর্সড লেবার' হল এমন ই এক মাধ্যম যাকে দিয়ে যত খুশি কাজ করানো যায়। শুধু খেয়াল রাখতে হয় তার শ্রম শক্তির সর্বাধিক কার্যক্ষমতা। রোবট মুলত কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলেও আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এর কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। শুধু বুদ্ধিমত্তা নয়, শ্রম শক্তির সর্বাধিক ব্যবহার করা যায় রোবটের । একাধিক মনুষ্য শ্রম শক্তির বিকল্প হিসেবে কাজ করে রোবট। সহজ ভাষায় বলা যায়, একাই একশো।
নানা কাজে এখন এই রোবট ব্যবহার করা হয়। বিশেষ করে ভারী শিল্পে যেখানে অনেক শ্রম শক্তির প্রয়োজন হয় সেখানে এই রোবটের ব্যবহার কার্যত এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। কোনো জিনিস রঙ করতেও এখন রোবট ব্যবহার করা হচ্ছে। শিল্প কারখানায় দিন দিন রোবটের ব্যবহার বাড়ছে।
বর্তমানে অনেক বড় আকারের জিনিস বা বাড়ি রঙ করতে এর ব্যবহার করতে হচ্ছে। আবার কম সময়ে অনেকটা পরিমাণ জিনিস রঙ করতেও এই প্রযুক্তির ব্যবহার করতে হচ্ছে। যে কাজ করতে অনেকটা সময় লাগত তা অর্ধেক সময়ের ও কম সময় ব্যয় করে কাজ করে নেওয়া যাচ্ছে। ফলে কাজে গতি পাচ্ছে।
বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যপকভাবে এর ব্যবহার হয়। এছাড়াও নানারকমের শিল্পে এর বহুল ব্যবহার লক্ষ করা যায়।
রোবট পেইন্টিং এর ক্ষেত্রে যেগুলো মনে রাখা উচিৎ
রোবট পেইন্টিং এর ক্ষেত্রে রোবট অর্থাৎ যন্ত্রটি আকারে যত ছোট হবে, কাজ করতে ততই সুবিধে। যন্ত্রটি কত সুইফট ভাবে কাজ করে তার উপরেও নির্ভর করে তার কর্মক্ষমতা।
এছাড়াও মনে রাখতে হবে, রোবট কিন্তু শেষমেশ স্রেফ নির্দেশিত কাজই করে। তাই প্রোগ্রমিং আপনি কিভাবে করছেন তার উপরেই সমস্তটা নির্ভর করছে।
ভালো ডিজাইন, কালার ডিস্ট্রিবিউশন এগুলির উপরে নির্ভর করেই কোনো জিনিসের সৌন্দর্য্য নির্দ্ধারিত হয়। তাই রোবটও তেমনই রঙ করবে যেমন আপনি ডিজাইন করবেন।
এইসব বিষয়গুলি মাথায় রেখে রোবট ব্যবহার করে আপনি অনেক কম সময়ে বেশিসংখ্যক জিনিসে পন্দন্দমত ও প্রয়োজনীয় রঙ চাপাতে পারেন।