মাধ্যমিক পাশ হলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীতে চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান কোস্ট গার্ড এ মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।
S.No. | Title | Date | View |
1 | Advertisement for recruitment of Group'C' Civilian vacancies | 22 Jan 2022 | 515 kb |
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ইঞ্জিন ড্রাইভার
শূন্যপদ - ৮টি (UR - 6, OBC - 1, SC - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সরকারের স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন বা সমতুল্য থেকে ইঞ্জিন ড্রাইভার হিসেবে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২) সারাং লাস্কার
শূন্যপদ - ৩টি (UR - 1, OBC - 1, SC - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সরকারের স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন বা সমতুল্য থেকে সারাং হিসেবে সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
৩) স্টোর কিপার গ্রেড - II
শূন্যপদ - ৪টি (UR - 3, OBC - 1)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৪) সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার
শূন্যপদ - ২৪টি (UR - 15, SC - 1, ST - 1, OBC - 5, EWS - 2)
যোগ্যতা - মাধ্যমিক পাশ ও ভারী - হালকা দুই ধরণেরই যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মোটর মেকানিজম এ জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৫) ফায়ার ম্যান
শূন্যপদ - ৬টি (UR - 3, OBC - 2, SC - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং শারীরিক ভাবে সক্ষম হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৬) আই সি ই ফিটার (স্কিলড)
শূন্যপদ - ৬টি (UR - 2, SC - 1, ST - 1, OBC - 2)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ ও ১ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে Apprentice Act 1961 অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৪ বছরের অভিজ্ঞতা ও ট্রেড প্রবেশিকা পরীক্ষায় কোয়ালিফাই হতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৭) স্প্রে পেন্টার
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৮) MT ফিটার/MT টেক/MT মেক
শূন্যপদ - ৬টি ( UR - 4, OBC - 2)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অটোমোবাইল ওয়ার্কশপে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৯) মাল্টি টাস্কিং স্টাফ (মালী)
শূন্যপদ - ৩টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
১০) মাল্টি টাস্কিং স্টাফ (পিয়ন)
শূন্যপদ - ১০টি (UR - 5, ST - 1, OBC - 3, EWS - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
১১) মাল্টি টাস্কিং স্টাফ (ডাফট্রি)
শূন্যপদ - ৩টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
১২) মাল্টি টাস্কিং স্টাফ (ডাফট্রি)
শূন্যপদ - ৩টি (UR - 1, OBC - 1, SC - 1)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
১৩) শিট মেটাল ওয়ার্কার (সেমি - স্কিলড)
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক/আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
১৪) ইলেকট্রিক্যাল ফিটার (সেমি - স্কিলড)
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক/আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
১৫) লেবারার
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক/আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এসসি/এসটির জন্য ৫ বছর এবং ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
এই নিয়োগ ইস্ট রিজিয়নের চেন্নাই সহ বিভিন্ন স্থানে করা হবে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। প্রবেশন পিরিয়ড ২ বছর।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল/ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে শর্ট সিলেক্টেড প্রার্থীরা স্কিল/ট্রেড টেস্ট দিতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র ICG এর অফিসিয়াল ওয়েবসাইট www.indiancoastguard.gov.in থেকে ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে তার উপর লিখতে হবে - ' Application for the post of ___ '। এবং তা ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai - 600009 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ICG এর অফিসিয়াল ওয়েবসাইট www.indiancoastguard.gov.in ।