স্টেট ব্যাঙ্কে ১২২৬ জন সার্কেল বেসড অফিসার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টেট ব্যাঙ্কে মোট ১২২৬ জন সার্কেল বেসড অফিসার নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ২৯ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর : CRPD/ CBO/ 2021-22/19।
তালিকার আকারে বিস্তারিত তথ্য
শিক্ষাগত যোগ্যতা | গ্র্যাজুয়েট |
বয়স ( ১ ডিসেম্বর, ২০২১অনুযায়ী ) |
২১ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় আছে। |
শূন্যপদ | ১২২৬ (জেনাঃ ৪৫৩, এস সি ১৫৮, এস টি ১০৭, ও বিসি ২৭২, ই ডব্লিউ এস ১১০, ব্যাকলগ ১২৬ ) |
অভিজ্ঞতা | ২ বছর (ব্যাঙ্কের অফিসার পোস্টে) |
নির্বাচন পদ্ধতি | অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউ |
বেতন ক্রম | ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা |
আবেদন ফী | ৭৫০ টাকা ( কেবলমাত্র General/ EWS/ OBC দের ফি দিতে হবে) |
আবেদনের লিঙ্ক | Apply Online Here |
|