ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

 

স্কিল বেঙ্গল ডেস্ক : সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ এবং স্টেনো পদে কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকারি অফিস এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশান। 

মেধা তালিকায় থাকা প্রার্থীদের কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন জায়গায় থাকা ESIC এর অফিসে নিয়োগ করা হবে। কেবলমাত্র কলকাতার অফিসেই নেওয়া হবে ৩২০ জন কর্মী। সবমিলিয়ে মোট শূন্যপদ ৪৩১৫ টি। 

আবেদন করতে হবে অনলাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশানের অফিসিয়াল ওয়েবসাইটে। 

অফিস অনুযায়ী শূন্যপদ


১) কলকাতার ক্ষেত্রে শূন্যপদ - ৩২০টি
(UDC - ১১৩টি, Steno - ৪টি, MTS - ২০৩টি)
২) দেরাদুন - ২৭টি
৩) কানপুর - ১৬০টি
৪) হায়দ্রাবাদ - ৭২টি
৫) দিল্লী - ৩টি
৬) জয়পুর - ১৮৭টি
৭) চণ্ডীগড় - ১৮৮টি
৮) পুদুচেরি - ১৪টি
৯) ভুবনেশ্বর - ৭৪টি
১০) গুয়াহাটি - ১৮টি
১১) মুম্বাই - ৫৯৪টি
১২) ইন্দোর - ১০২টি
১৩) ত্রিশুর - ১৩০টি
১৪) ব্যাঙ্গালোর - ২৮২টি
১৫) রাঁচি - ৩২টি
১৬) জম্মু - ৯টি
১৭) বদ্দি - ৪৪টি
১৮) ফরিদাবাদ - ১৮৫টি
১৯) আমেদাবাদ - ২৬৯টি
২০) পঞ্জি - ২৬টি
২১) ESIC হেড কোয়ার্টার, নিউ দিল্লী - ৫৪৫টি
২২) রায়পুর - ৪১টি
২৩) পাটনা - ৯৬টি
২৪) বিজয়বারা - ৩৫টি
২৫) রিজিওনাল অফিস, (নর্থ - ইস্ট) আসাম - ১৮টি
২৬) রিজিওনাল অফিস, আম্বালা - ১৮৫টি
২৭)  রিজিওনাল অফিস, পুদুচেরি - ১৪টি
২৮) সাব রিজিওনাল অফিস, এর্ণাকুলাম - ১৩০টি
২৯)রিজিওনাল অফিস, চেন্নাই - ৩৮৫টি
৩০) রিজিওনাল অফিস, কেরালা - ১৩০টি

 

যোগ্যতা

UDC

1.      গ্র্যাজুয়েট

2.       কম্পিউটারে কাজ করার মত জ্ঞান থাকতে হবে.

বয়স - ১৮- ২৭ বছর (১৫ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। 

Steno.

1.       উচ্চমাধ্যমিক.

2.       Skill Test Norms:

Dictation: 10 Minutes @ 80 words per minute. Transcription:

50 minutes (English),

65 minutes (Hindi) (Only on computers).

বয়স - ১৮- ২৭ বছর (১৫ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। 

MTS

মাধ্যমিক

বয়স - ১৮- ২৫ বছর (১৫ ফেব্রুয়ারি, ২০২২ অনুযায়ী)। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। 

 

বেতন

UDC & Steno.

Pay Level – 4 (Rs. 25,500-81,100) as per 7th Central Pay Commission.

MTS

Pay Level – 1 (Rs. 18,000-56,900) as per 7th Central Pay Commission.

 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্স কর্পোরেশানের অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/recruitments এ। আবেদন ফি SC/ST/PWD/ Departmental Candidates, Female Candidates & Ex Servicemen দের ২৫০ টাকা। বাকিদের ৫০০ টাকা। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.esic.nic.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ