পিওন এবং অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করছে শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়
স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের শিক্ষক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন - WBUTTEPA) পিওন এবং অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করবে।
এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর - WBUTTEPA/RO/25/2022। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.কম (অনার্স) ডিগ্রী ও কমপক্ষে ৬০% নম্বর সহ CA/ICAI/CFA ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ট্যালি ও হাই লেভেল ইন্টিগ্রিটি এর সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন (Rationalised entry pay) - ৭৯,৮০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
২) সিস্টেম অ্যানালিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রী ও কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রোগ্রামিং সম্বন্ধে জ্ঞান ও অ্যানালিটিক্যাল স্কিলস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন (Rationalised entry pay) - ৫৭,৭০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
৩) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট এবং সেক্রেটারিয়েল প্রাক্টিসে ডিপ্লোমা/সার্টিফিকেট ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারে ও ইংরেজি ভাষায় দক্ষতা এবং বাংলা ও হিন্দি ভাষায় লেখা, পড়া এবং কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের উর্ধ্বে।
বেতন (Rationalised entry pay) - ৩৭,১০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমসিএ ডিগ্রী অথবা ডিগ্রী সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ' বি ' লেভেলের সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টেকনোলজিতে প্রাকটিক্যাল জ্ঞান থাকা বাধ্যতামূলক।
বয়স - বয়স হতে হবে ৩০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন (Rationalised entry pay) - ৩৫,৮০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
৫) জুনিয়র স্টোর কিপার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের MS - Office এ দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের উর্ধ্বে।
বেতন (Rationalised entry pay) - ২৭,৫০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের MS - Office এ দক্ষতা এবং ট্যালি ও লেটার রাইটিং এবং ড্রাফটিং এ জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতন (Rationalised entry pay) - ২৭,৫০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
৭) জুনিয়র লাইব্রেরী অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও লাইব্রেরী সায়েন্স এ ডিপ্লোমা থাকলে ভালো এবং সাধারণ জ্ঞান ও কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতন (Rationalised entry pay) - ১৮,৫০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
৮) জুনিয়র পিয়ন
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও শারীরিক ভাবে সক্ষম এবং সাধারণ জ্ঞান ও কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে।
বেতন (Rationalised entry pay) - ১৮,৫০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তি - Download Notice
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে স্ক্রিনিং এর পরে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে। প্রথমে WBUTTEPA এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbuttepa.ac.in থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি (তিনটি সেট) সহ তা খামে পুরে খামের উপর লিখতে হবে - ' Application for the post of .....(যে পোস্টের জন্য আবেদন করা হবে সেটির নাম এবং নোটিফিকেশন নম্বর) '। তারপর তা ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' THE REGISTER, The West Bengal University of Teachers' Training, Planning & Administration (WBUTTEPA), 25/2 & 25/3, Ballygunge Circular Road, Kolkata - 700019 '।
আবেদন ফি পোস্ট অনুযায়ী ভিন্ন। ক্রমিক নং ১ পোস্টের আবেদন ফি ১৫০০/- টাকা (ওবিসি এর ক্ষেত্রে ১২০০/- টাকা এবং এসসি/এসটির ক্ষেত্রে ১০০০/- টাকা)। ক্রমিক নং ২ পোস্টের আবেদন ফি ১৪০০/- টাকা (ওবিসি এর ক্ষেত্রে ১১০০/- টাকা এবং এসসি/এসটির ক্ষেত্রে ৯০০/- টাকা)। ক্রমিক নং ৩ ও ৪ নং পোস্টগুলির আবেদন ফি ১০০০/- টাকা (ওবিসি এর ক্ষেত্রে ৯০০/- টাকা এবং এসসি/এসটির ক্ষেত্রে ৭৫০/- টাকা)। ক্রমিক নং ৫ ও ৬ নং পোস্টগুলির আবেদন ফি ৭০০/- টাকা (ওবিসি এর ক্ষেত্রে ৬০০/- টাকা এবং এসসি/এসটির ক্ষেত্রে ৫০০/- টাকা)। ক্রমিক নং ৭ ও ৮ নং পোস্টগুলির আবেদন ফি ৬০০/- টাকা (ওবিসি এর ক্ষেত্রে ৫০০/- টাকা এবং এসসি/এসটির ক্ষেত্রে ৪০০/- টাকা)।
আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফট করার ঠিকানা - ' THE REGISTER, The West Bengal University of Teachers' Training, Planning & Administration (WBUTTEPA) '।
আবেদন পত্রের সাথে ডিমান্ড ড্রাফটের কপিও ডাকের মাধ্যমে পাঠাতে হবে।
একাধিক পোস্টে আবেদন করার ক্ষেত্রে পৃথক ভাবে করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBUTTEPA এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbuttepa.ac.in ।