পারমাণবিক শক্তি দপ্তরের কলকাতা শাখায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : পারমাণবিক শক্তি দপ্তরের কলকাতা শাখায় বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে ( advertisement no: VECC-01/2021)। আবেদন করতে হবে অনলাইনে দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ২০/০৫/২০২১।
পোস্ট অনুযায়ী শূন্যপদের তালিকা
পোস্ট অনুযায়ী যোগ্যতা
ফিমেল নার্স 'A'
পোস্ট কোড - DR/01
শিক্ষাগত যোগ্যতা - ৩ বছরের ডিপ্লোমা কোর্স এবং সেন্ট্রাল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত A গ্রেড নার্স হিসেবে রেজিষ্ট্রেশন করা স্কুল ফাইনাল (HSC/XII) পাশ অথবা নার্সিং -এ BSc পাশরা আবেদনের যোগ্য।
সাব অফিসার /B
পোস্ট কোড - DR/02
শিক্ষাগত যোগ্যতা - কেমিস্ট্রি সহ HSC পাশ বা কমপক্ষে ৫০% নম্বর সহ ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে সাব অফিসার কোর্স পাশরা আবেদনের যোগ্য।
ড্রাইভার (OG)
পোস্ট কোড - DR/03
শিক্ষাগত যোগ্যতা : ভারী মালবাহী গাড়ি চালকের লাইসেন্স সহ মাধ্যমিক পাশরা আবেদনের যোগ্য। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা ও গাড়ি সারানোর অভিজ্ঞতা থাকতে হবে।
ওয়ার্ক এসিস্ট্যান্ট 'A'
পোস্ট কোড - DR/04
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য।
ক্যান্টিন অ্যাটেনডেন্ট
পোস্ট কোড - DR/05
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিকুলেশন পাশরা আবেদনের যোগ্য।
স্টাইপেনডেয়ারি ট্রেনি (পোস্ট কোড - TR/01)
ক্যাটেগরি 1- ফিজিক্স
শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ BSc পাশরা আবেদনের যোগ্য।
স্টাইপেনডেয়ারি ট্রেনি (পোস্ট কোড - TR/02)
ক্যাটেগরি - ইলেকট্রনিক্স
শিক্ষাগত যোগ্যতা - ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।
স্টাইপেনডেয়ারি ট্রেনি (পোস্ট কোড - TR-3)
ক্যাটেগরি - মেক্যানিকাল
শিক্ষাগত যোগ্যতা - মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।
স্টাইপেনডেয়ারি ট্রেনি (পোস্ট কোড - TR/04)
ক্যাটেগরি - সিভিল
শিক্ষাগত যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।
স্টাইপেনডেয়ারি ট্রেনি(পোস্ট কোড - TR/05( ফিজিক্স) TR/06 ( কম্পিউটার)
ক্যাটেগরি II - ফিজিক্স এবং কম্পিউটার
শিক্ষাগত যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ মাধ্যমিক পাশরা এবং কমপক্ষে ২ বছরের সময়সাপেক্ষে ট্রেড সার্টিফিকেট আছে এমন ব্যক্তি আবেদন যোগ্য। অথবা কমপক্ষে ৬০% নম্বর এবং ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথম্যাটিকস সহ HSC পাশরা আবেদনের যোগ্য।
স্টাইপেনডেয়ারি ট্রেনি (পোস্ট কোড - TR-07 থেকে TR-12)
ক্যাটেগরি - ইলেকট্রনিকস / ইন্সট্রুমেন্টেশন/ ইলেকট্রিক্যাল / মেশিনিস্ট / ফিল্টার/ এয়ার কন্ডিশনিং
শিক্ষাগত যোগ্যতা - ট্রেড সার্টিফিকেট এবং কমপক্ষে ৬০% নম্বর সহ SSC পাশরা অথবা কমপক্ষে ২ বছরের NTS পাশ বা NAC ট্রেনি অথবা কমপক্ষে ১ বছরের NTC পাশরা বা NTC ট্রেনিরা আবেদনের যোগ্য।
বয়সসীমা ও মাসিক বেতন
বয়সের ছাড়
PWD এবং OBC ক্যাটেগরির প্রতিবন্ধী প্রার্থীদের জন্য রয়েছে ১৩ বছরের ছাড়পত্র। বিধাবা বা ডিভোর্সি মহিলা এবং খেলোয়াড়দের জন্য বয়সে ছাড় রয়েছে। এছাড়াও কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
নিয়োগ পদ্ধতি
নিয়েগ হবে তিনটি পর্যায়ে - স্টেজ -১, স্টেজ -২ এবং স্টেজ -৩। মাল্টিপল চয়েসের মোট ৫০ নম্বরের প্রশ্নে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। স্টেজ -২ এ মাল্টিপল চয়েসের মোট ৫০ নম্বরের প্রশ্নে এডভান্স টেস্ট পরীক্ষার সময় থাকবে ২ ঘন্টা। স্টেজ -৩ এ মাল্টিপল চয়েসের মোট ৫০ নম্বরের প্রশ্নে স্কিল টেস্ট পরীক্ষার সময় থাকবে ২ ঘন্টা।
এবিষয়ে আরও বিস্তারিত তথ্য পাবেন অ্যাটমিক এনার্জির অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদনের পদ্ধতি
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ২০ মে, ২০২১ এর মধ্যে অ্যাটোমিক এনার্জির অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদন ফি
SC,ST,PWD, এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের কোনো আবেদন ফি লাগবে না।
পোস্ট কোড অনুযায়ী আবেদন ফি
DR/02,TR-01 থেকে TR-04- 150 টাকা
DR/03 থেকে DR-05 ও TR/5 থেকে TR/12 - 100 টাকা।
এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অ্যাটোমিক এনার্জির অফিশিয়াল ওয়েবসাইট।