ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের অধীনস্থ নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ১০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অ্যাসিস্ট্যান্ট কমিশনার
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - হিউম্যানিটিস/সায়েন্স/কমার্স শাখার যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮,৭০০/- টাকা

২) অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অ্যাডমিন)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৮,৮০০/- টাকা - ২,০৯,২০০/- টাকা

৩) ফিমেল স্টাফ নার্স
শূন্যপদ - ৮২টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিং এ তিন বছরের গ্রেড 'A' ডিপ্লোমা/সার্টিফিকেট অথবা নার্সিং এ বি.এসসি ডিগ্রী ও ইন্ডিয়ান/স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রার্ড এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

৪) অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - ডিগ্রী এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

৫) অডিট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - বি.কম ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

৬) জুনিয়র ট্রান্সলেশন অফিসার
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ইংরেজি আবশ্যিক/ইলেক্টিভ বিষয় সহ হিন্দি ভাষাতে মাস্টার ডিগ্রী অথবা হিন্দি আবশ্যিক/ইলেক্টিভ বিষয় সহ ইংরেজি ভাষাতে মাস্টার ডিগ্রী অথবা হিন্দি মাধ্যমে ইংরেজি আবশ্যিক/ইলেকটিভ/ ডিগ্রী পরীক্ষার মাধ্যম সহ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা ইংরেজি মাধ্যমে হিন্দি আবশ্যিক/ইলেকটিভ/ ডিগ্রী পরীক্ষার মাধ্যম সহ যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং হিন্দি ও ইংরেজি বিষয় আবশ্যিক/ইলেক্টিভ হিসেবে বা দুটির মধ্যে যে কোন একটি ডিগ্রী লেভেলের পরীক্ষার মাধ্যম হিসেবে এবং অপরটি আবশ্যিক/ইলেকটিভ হিসেবে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা বা ট্রান্সলেশন কোর্সের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

৭) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী/ তিন বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

৮) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ২২টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ৮০টি ইংরেজি শব্দ এবং প্রতি ঘন্টায় ১২০০০ কী ডিপ্রেশনে প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা অথবা শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ৬০টি হিন্দি শব্দ এবং প্রতি ঘন্টায় ৯০০০ কী ডিপ্রেশনে প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

৯) কম্পিউটার অপারেটর
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - ডিগ্রী এবং ওয়ার্ড প্রসেসিং ও ডেটা এন্ট্রিতে দক্ষতা সহ এক বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

১০) ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৮৭টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম দ্বারা স্বীকৃত ক্যাটারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা সিবিএসই বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পাশ এবং ভোকেশনাল বিষয় হিসেবে হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং এ কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা অথবা উচ্চমাধ্যমিক পাশ এবং ক্যাটারিং এ এক বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা ক্যাটারিং এ ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট এবং ডিফেন্স সার্ভিসে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

১১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ অথবা প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে অথবা ভোকেশনাল বিষয় হিসেবে সেক্রেটারিয়েল প্রাক্টিস ও অফিস ম্যানেজমেন্ট সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা

১২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JNV ক্যাডার)
শূন্যপদ - ৬২২টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ অথবা প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে অথবা ভোকেশনাল বিষয় হিসেবে সেক্রেটারিয়েল প্রাক্টিস ও অফিস ম্যানেজমেন্ট সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা

১৩) ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার
শূন্যপদ - ২৭৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা

১৪) ল্যাব অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ১৪২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং ল্যাবরেটরি টেকনিকে সার্টিফিকেট/ডিপ্লোমা অথবা বিজ্ঞান শাখার বিষয় সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

১৫) মেস হেল্পার
শূন্যপদ - ৬২৯টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

১৬) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ২৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এসসি/এসটির ক্ষেত্রে ৫বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত এবং অন্যান্য নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রেও বয়সের ছাড় আছে।

পোস্ট অনুযায়ী নিয়োগ করা হবে NVS এর হেড কোয়ার্টার/রিজিওনাল অফিস এবং JNV এর বিভিন্ন বিদ্যালয়ে।

নির্বাচন পদ্ধতি


কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হবে।

কলকাতা, হাওড়া ও আসানসোল সহ দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা থাকবে।
তবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার (অ্যাডমিন) পোস্টগুলোর ক্ষেত্রে কেবল  মাত্র দিল্লী/এনসিআর এ পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা থাকবে।

পরীক্ষা সংক্রান্ত বিবিধ তথ্য পরবর্তীকালে ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NVS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.navodaya.gov.in  এ ১০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্রের প্রিন্ট আউট বার করে নিতে হবে কারণ পরবর্তীকালে ভেরিফিকেশনের সময় প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড করা কপির সাথে সেটি জমা করতে হবে।

আবেদন মূল্য পোস্ট অনুযায়ী ভিন্ন।তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন ফি জমা করতে লাগবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NVS NVS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.navodaya.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ