ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদ। এই নিয়োগ হবে 'National Clean Air Programme' প্রকল্পের অধীনে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদনের শেষ তারিখ ৪ জুন, ২০২১।

পোস্ট অনুযায়ী যোগ্যতা, শূন্যপদ সহ অন্যান্য তথ্য

(১) প্রোজেক্ট অ্যাসোসিয়েটঃ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি থাকতে হবে এই সব বিষয়ে- Environmental Science and Civil/Architecture & Planning/Chemical Engineering।

এম এস অফিস এ কাজের জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট শূন্যপদ ১১ টি।

বেতন মাসিক ৩৫,০০০ টাকা। পর্ষদের সদর দপ্তর ছাড়াও হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া ও কলকাতায় পোস্টিং হবে।

(২) সিনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েটঃ যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি থাকতে হবে এই সব বিষয়ে- Environmental Science and Civil/Architecture & Planning/Chemical Engineering।

এম এস অফিস এ কাজের জ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। মোট শূন্যপদ ১১ টি।

বেতন মাসিক ৪২,০০০ টাকা। পর্ষদের সদর দপ্তর ছাড়াও হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া ও কলকাতায় পোস্টিং হবে।

দুটি পোস্টের ক্ষেত্রেই ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়- WBPCB Head Office, Bidhannagar,

Kolkata-700 106। কবে কখন ইন্টারভিউ নেওয়া হবে তা প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।  প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ হলেও কাজের দক্ষতা ও প্রয়োজন অনুযায়ী এই চুক্তির মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়তে পারে।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদন পত্রের বয়ান পাওয়া যাবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। পূরণ করা আবেদনপত্রের পি ডি এফ ফাইল  ৪ জুন, ২০২১ বিকেল ৫ তাঁর মধ্যে পাঠাতে হবে এই মেল আই ডি তে-  ncap.wbpcb@gmail.com। কোন প্রকল্পের অধীন কোন পোস্টে আবেদন করছেন তা মেল ের সাবজেক্ট লাইনে লিখতে হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট।

 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ