ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধীন ওয়েস্ট বেঙ্গল আয়ুশ সমিতিতে ডেটা এন্ট্রি অপারেটর ও প্রোগ্রাম ম্যানেজার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 320/HF/AYUSH/Samity-24/2021। স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ২০ নভেম্বর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে - ক্লিক করুন এখানে

ইউনিট অনুযায়ী বিস্তারিত তথ্য 



স্টেট প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগ


১) প্রোগ্রাম ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - যে কোনো শাখাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী / হেলথ কেয়ার ম্যানেজমেন্ট/হিউম্যান রিসোর্স (HR) এ এমবিএ অথবা  হেলথ/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ মাস্টার্স অথবা AICTE স্বীকৃত  প্রতিষ্ঠান থেকে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্টে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৬০,০০০/- টাকা।

২) কনসালটেন্ট - এন এ এইচ (হোমিওপ্যাথি)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হোমিওপ্যাথিতে কমপক্ষে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন - ৫০,০০০/- টাকা।

৩) কনসালটেন্ট - এন এ এইচ (আয়ুর্বেদ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - আয়ুর্বেদ এ কমপক্ষে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
বেতন - ৫০,০০০/- টাকা।

৪) ফাইন্যান্স ম্যানেজার 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে  ফাইন্যান্স এ এমবিএ/ এম.কম/সি.এ/আই সি ডব্লিউ এ ডিগ্রী ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৫০,০০০/- টাকা।

৫) অ্যাকাউন্টস ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইউ জি সি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম.কম / আই সি ডব্লিউ এ (ইন্টার)/সি.এ(ইন্টার) ডিগ্রী এবং ট্যালি অ্যাকাউন্টিং প্যাকেজ সম্পর্কে জ্ঞান ও কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৩৫,০০০/- টাকা।

৬) এইচ এম আই এস  ম্যানেজার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এমবিএ আই টি/ এমসিএ/ এম.এসসি - আই টি/বি সি এ ডিগ্রী এবং বেসিক ডিজাইনিং টুলস, ভিসুয়াল টুলস, ইউ এক্স, ইউ এল, HTML অ্যান্ড CSS, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব সার্ভার ম্যানেজমেন্ট, SEO, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৪০,০০০/- টাকা।

৭) ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েট/আইটি/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বি.টেক (সি.এস) অথবা (আই.টি)/বিসিএ/ বিবিএ/বিএসসি - আইটি/ গ্র্যাজুয়েশন সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট ও কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা। 



ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট বিভাগ


১) ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার
শূন্যপদ - ১টি(আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার,দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলী, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর - এই ২২টি জেলার প্রতি জেলা অনুযায়ী)
যোগ্যতা - যে কোনো শাখাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী / হেলথ কেয়ার ম্যানেজমেন্ট/হিউম্যান রিসোর্স (HR) এ এমবিএ অথবা  হেলথ/হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এ মাস্টার্স অথবা AICTE স্বীকৃত  প্রতিষ্ঠান থেকে হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ম্যানেজমেন্টে দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ৪২,০০০/- টাকা।

২) ডেটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ - ১টি(আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার,দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলী, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর - এই ২২টি জেলার প্রতি জেলা অনুযায়ী)
যোগ্যতা - কম্পিউটার অ্যাপ্লিকেশনে গ্র্যাজুয়েট/আইটি/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বি.টেক (সি.এস) অথবা (আই.টি)/বিসিএ/ বিবিএ/বিএসসি - আইটি/ গ্র্যাজুয়েশন সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনে এক বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট ও কম্পিউটারে MS Office, MS Word, MS Excel, MS PowerPoint ইত্যাদি তে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন - ২০,০০০/- টাকা।

উল্লেখিত পদগুলির আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সেই জেলার স্থায়ী অধিবাসী হতে হবে।

সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী ভাবে এই নিয়োগ করা হবে। 




নির্বাচন পদ্ধতি


প্রতি বিভাগের নির্দিষ্ট পোস্ট অনুযায়ী নির্বাচন পদ্ধতি ভিন্ন। তবে প্রতি ক্ষেত্রেই মোট পরীক্ষা হবে মোট ১০০নম্বরের। এর মধ্যে মোট ৪০নম্বর থাকবে অ্যাকাডেমিক রেজাল্ট ও অভিজ্ঞতার উপর। যার মধ্যে মাধ্যমিক এ ৫ নম্বর, উচ্চ মাধ্যমিক এ ৫ নম্বর, গ্র্যাজুয়েশনে ১০ নম্বর, পোস্ট গ্র্যাজুয়েশনে ১০ নম্বর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের অভিজ্ঞতার উপর ১০ নম্বর থাকবে। এছাড়া দুটি ইউনিটের ডেটা এন্ট্রি অপারেটর ও HMIS ম্যানেজার এর ক্ষেত্রে কম্পিউটার টেস্ট (৫০ নম্বর), ইন্টারভিউ (১০ নম্বর) এবং অন্যান্য সব পোস্টের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা (২৫ নম্বর), কম্পিউটার টেস্ট (২৫ নম্বর) ও ইন্টারভিউ (১০ নম্বর) এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।



আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ২০ নভেম্বর, ২০২১ এর মধ্যে।ওয়েবসাইটটি হল - www.wbhealth.gov.in  । 
রেজিস্ট্রেশন করার শেষ তারিখ ১৫ নভেম্বর, ২০২১। অনলাইন রেজিস্ট্রেসান ফর্ম এর এক কপি প্রিন্ট করে রেখে দেবেন। নিয়োগ প্রক্রিয়ার সময় এটি কাজে লাগবে। 

আবেদন ফি ১০০/- টাকা। আবেদন ফি  অনলাইনে জমা করার শেষ তারিখ ১৭ নভেম্বর, ২০২১। আবেদন ফি জমা করতে হবে ডেবিট/ক্রেডিট বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

সম্পূর্ণ আবেদনপত্র অনলাইনে জমা করার শেষ তারিখ ২০ নভেম্বর, ২০২১।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbhealth.gov.in  ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ