ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতের অন্যতম ফাস্ট ফুড চেন (QSR) ওয়াও মোমো তে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। কোম্পানির কর্পোরেট হেড অফিসে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে আগামী ২৪ অক্টোবর, ২০২১ রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। 

নিয়োগ করা হবে নিম্নলিখিত পোস্টে - 

CDP Senior, CDP, Bartender, Shift manager, Asst Manager এবং Restaurant Manager

ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যাবেন -  রেজুমে, স্যালারি প্রুফ, ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার বা প্যান কার্ড। 

ইন্টারভিউ নেওয়া হবে কোম্পানির কর্পোরেট হেড অফিসের এই ঠিকানায় - 781, Eastern Metropolitan Bypass, 5th Floor, Sector C, East Kolkata twp, Kolkata, West Bengal 700107 

ওপরে উল্লিখিত পদ গুলি ছাড়াও কোম্পানির অন্যান্য দপ্তরে মার্কেটিং, এম আই এস, এইচ আর এর মত পোস্টে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যোগ্য প্রার্থীদের সি ভি মেল করতে হবে এই ঠিকানায় - abshuman.chakraborty@wowmomo.com 

 

Source credit: ABP 22/10/21

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ