ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে কয়েকশো কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - REC/2021/04। আবেদন করতে হবে অনলাইনে WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইটে ৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

Recruitment for the post of:
  1. Junior Executive (Stores)
  2. Junior Engineer (Electrical) Gr.-II

 Detailed Notification
 Click here to apply online

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস)
শূন্যপদ - ১৪টি
যোগ্যতা - যে কোন শাখাতে গ্র্যাজুয়েট ডিগ্রী সহ AICTE/UGC স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে লজিস্টিকস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা

অথবা, AICTE/UGC স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে মেটেরিয়ালস ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা

অথবা, লজিস্টিকস ও মেটেরিয়ালস ম্যানেজমেন্ট/সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা

অথবা, AICTE/UGC স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও লজিস্টিকস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা

অথবা, লজিস্টিকস/মেটেরিয়ালস ম্যানেজমেন্ট/সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এ স্পেশালাইজেশন সহ বিজনেস ম্যানেজমেন্ট এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

#WBSETCL
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৭,৪০০/- টাকা - ১,০৮,২০০/- টাকা

২) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৪০০টি
যোগ্যতা - ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে স্বীকৃতি প্রাপ্ত যে কোন কলেজ/ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২১ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৬,৮০০/- টাকা - ১,০৬,৭০০/- টাকা

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আবেদনকারীকে বাংলা/নেপালি ভাষা লেখা, পড়া এবং বলাতে দক্ষ হতে হবে।

চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত বর্ষের মার্কশিট ইন্টারভিউ দেওয়ার আগে পেতে হবে। দূরশিক্ষার মাধ্যমে  ডিগ্রী /ডিপ্লোমা প্রাপ্ত ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন না।

#WBSETCL

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এসসি/এসটির জন্য ৫ বছর, ওবিসি এ এবং বি এর জন্য ৩ বছর ও প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।

প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ড থাকবে।

#WBSETCL


নির্বাচন পদ্ধতি


অনলাইনে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। অনলাইন টেস্টে অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ৯০ মিনিট। পরীক্ষাতে যে যে বিষয় থাকবে সেগুলি হল - ডোমেইন মার্কস (৬০ নম্বর), জেনারেল অ্যাপটিটিউড (২০নম্বর), ইংরেজি (১৫নম্বর), বাংলা/নেপালী (৫ নম্বর)। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই। ইন্টারভিউয়ের নম্বর - ২৫। চূড়ান্ত পর্যায়ের প্রার্থী নির্বাচিত করা হবে CBT টেস্ট এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। তারপর নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল টেস্ট দিতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbsetcl.in  এ ৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে আবেদন ফি ৪০০/- টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে আবেদন ফি ৩০০/- টাকা (এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন ফি লাগবে না)। আবেদন ফি অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbsetcl.in  বা যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নম্বরে - 9513044823 (সোম থেকে শুক্র ৯টা - ৫টা) বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - wbsetcl.rec.2021.04@gmail.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ