ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে (WBPDCL) কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - WBPDCL/Recruitment/2021/05।  ইন্টারভিউয়ের তারিখ - ১০ ডিসেম্বর, ২০২১(সকাল ১০:৩০টা থেকে দুপুর ২টো পর্যন্ত)।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ১১টি [UR - 1, UR(EC) - 2, SC -  1, SC(EC) - 1, ST - 2, ST(EC) -1, OBC(A) - 2, OBC(B) - 1]
যোগ্যতা - মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃতি প্রাপ্ত এমবিবিএস ডিগ্রী থাকতে হবে এবং মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া/ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল এ রেজিস্ট্রার্ড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে।
বেতন - ৫৬,১০০/- টাকা

২) স্টাফ নার্স
শূন্যপদ - ১৯টি [UR - 6, UR(EC) - 3, UR(MSP) - 1, SC -  2, SC(EC) - 1, SC (PWD - Locomotor Disability) - 1, ST - 1, OBC(A) - 2, OBC(B) - 2]
যোগ্যতা - যে কোন শাখাতে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য সহ স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃতি প্রাপ্ত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডউইফেরি বিষয়ে ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে এবং নার্সিং কাউন্সিল এ রেজিস্টার্ড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ নভেম্বর, ২০২১ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।
বেতন - ২৯,০০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ৫ বছর এবং ওবিসি (নন - ক্রেমী লেয়ার) এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

Employment Notification No.: WBPDCL/Recruitment/2021/05 for the post of Medical Officer & Staff Nurse. pdf logo

নির্বাচন পদ্ধতি


মেডিক্যাল অফিসার পদটির ক্ষেত্রে ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। সেই অনুযায়ী প্রার্থী নির্বাচিত করা হবে।
স্টাফ নার্স পদটির ক্ষেত্রে বিভিন্ন ধাপে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে যেখানে ইন্টারভিউতে থাকবে ১৫ নম্বর। এছাড়া শিক্ষাগত যোগ্যতায় পাওয়া প্রাপ্ত নম্বরের উপর থাকবে ৪০নম্বর, অ্যাডিশনাল হিসেবে ২০ নম্বর এবং কাজের অভিজ্ঞতার উপর ২৫ নম্বর। প্রতিটি ধাপে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্বের প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের তারিখ - ১০ ডিসেম্বর, ২০২১(সকাল ১০:৩০টা থেকে দুপুর ২টো পর্যন্ত)। ইন্টারভিউ নেওয়া হবে এই ঠিকানায়  - ' Bidyut Unnayan Bhavan, Block - LA, Plot No - 3/C, Sector - III, Bidhannagar, Kolkata - 700106 ' । 

আবেদন পত্র WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট - www.wbpdcl.co.in থেকে ডাউনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির অরিজিনাল এবং ফটোকপি সহ নিয়ে যেতে হবে।
যে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে হবে সেগুলি হল - 
১) আবেদন পত্র
২) ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
৩) শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সার্টিফিকেট
৪) বয়সের প্রমাণ পত্র, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইট - www.wbpdcl.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ