ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্য সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে ম্যানেজার, অফিসার সহ  বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - WBPDCL/Recruitment/2021/03 । ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কবে কোন পোস্টের ইন্টারভিউ হবে তার তারিখ এবং ইন্টারভিউ নেওয়ার ঠিকানা এই প্রতিবেদনের শেষে দেওয়া রয়েছে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) মাইনস ম্যানেজার
যোগ্যতা - প্রথম শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী পাশ ছেলেমেয়েরা পাঁচ বছর কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে বয়স থাকলে অথবা,  প্রথম শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা পনেরো বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৪৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ১ টি। 
মাসিক পারিশ্রমিক - ৮২,০০০/- টাকা

২) সেফটি অফিসার
যোগ্যতা - প্রথম শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী পাশ ছেলেমেয়েরা দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৪ বছরের মধ্যে বয়স থাকলে অথবা প্রথম শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৪২ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ২ টি 
মাসিক পারিশ্রমিক - ৬৩,০০০/- টাকা

৩) অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার
যোগ্যতা - দ্বিতীয় শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী পাশ ছেলেমেয়েরা এক বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৩ বছরের মধ্যে বয়স থাকলে অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৪২ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ৩২ টি 
মাসিক পারিশ্রমিক - ৬৩,০০০/- টাকা

৪) ব্লাস্টিং অফিসার
যোগ্যতা - প্রথম শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী পাশ ছেলেমেয়েরা দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৪ বছরের মধ্যে বয়স থাকলে অথবা প্রথম শ্রেণীর ম্যানেজারের সার্টিফিকেট সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৪২ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ২ টি 
মাসিক পারিশ্রমিক - ৬৩,০০০/- টাকা

৫) ওয়েলফেয়ার অফিসার
যোগ্যতা - Personnel Management / IR / HR এ স্পেসালাইজেসান সহ ২ বছরের Post-Graduate Degree / Diploma
(PGDBM) / MBA / MHRM পাশ ছেলেমেয়েরা তিন বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে অথবা সোশাল সায়েন্স/লেবার ওয়েলফেয়ার এর ডিগ্রী/ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা দশ বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৪২ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ৩ টি 
মাসিক পারিশ্রমিক - ৬৩,০০০/- টাকা

৬) সার্ভেয়ার
যোগ্যতা - সার্ভেয়র সার্টিফিকেট (DGMS Certified ) সহ সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা এক বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৩ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ৪ টি 
মাসিক পারিশ্রমিক - ৪১,০০০/- টাকা

৭) ওভারম্যান
যোগ্যতা - ওভারম্যান সার্টিফিকেট (DGMS Certified ) সহ মাইনিং ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ ছেলেমেয়েরা এক বছরের কাজের অভিজ্ঞতা এবং ১ আগস্ট, ২০২১ অনুযায়ী ৩৩ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ২১ টি 
মাসিক পারিশ্রমিক - ৪১,০০০/- টাকা

৮) অফিস এক্সিকিউটিভ - (সিএমপিএফ)
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন শাখার  গ্র্যাজুয়েট অথবা অনার্স গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটার অ্যাপ্লিকেশান এ সার্টিফিকেট কোর্স পাশ এবং Coal Mines Provident Fund এ তিন বছরের কাজের অভিজ্ঞতা ও ১ আগস্ট,২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য।
শূন্যপদ - ১ টি 
মাসিক পারিশ্রমিক - ৩৩,০০০/- টাকা

ক্রমিক নং ১ থেকে ৭ পর্যন্ত পোস্ট গুলির ক্ষেত্রে DGMS এর দেওয়া ফরম্যাট এ অভিজ্ঞতার সংশ্লিষ্ট সার্টিফিকেট থাকা আবশ্যিক।

বয়সের ক্ষেত্রে এস সি/এস টি এর ৫বছর, ওবিসি (নন ক্রেমি) এর ক্ষেত্রে ৩বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছরের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনের পাশাপাশি হাউস রেন্ট অ্যালাওয়েন্স ও মাইনস অ্যালাওয়েন্স দেওয়া হবে (পোস্ট অনুযায়ী ভিন্ন পরিমাণ)।

প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ হলেও কাজের দক্ষতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়তে পারে। 

ওয়াক ইন ইন্টারভিউ

ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কবে কোন পোস্টের ইন্টারভিউ

১)মাইনস ম্যানেজার/ওয়েলফেয়ার অফিসার/সেফটি অফিসার/ব্লাস্টিং অফিসার - ২০ সেপ্টেম্বর, ২০২১ (মঙ্গলবার) সকাল ১০:৩০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
২) অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার/ওভারম্যান/সার্ভেয়ার/অফিস এক্সিকিউটিভ - (সিএমপিএফ) - ২১ সেপ্টেম্বর, ২০২১(বুধবার) সকাল ১০:৩০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

ইন্টারভিউর ঠিকানা - ' Bidyut Unnayan Bhaban ' - Corporate Office - WBPDCL, Block - LA, Plot No. 3/C, Sector - III, Bidhannagar, Kolkata - 700106 (ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এর পাশে)।

ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের ডাউনলোড করে পূরণ করতে হবে।

ইন্টার ভিউ দিতে যাওয়ার দিন সঙ্গে নিয়ে যাবেন নিম্নলিখিত ডকুমেন্ট- 

01. Duly signed and filled in application blank / application form.
02. 02 (two) copies of passport size photograph.
03. Original Educational & Experience testimonials.
04. Self-attested copies of:
i. Date of Birth (matriculation certificate / mark sheet / admit card or Birth Certificate).
ii. Qualifying degree/diploma certificates with all semester wise / year wise mark sheets.
iii. Copy of caste / community certificate (applicable for SC / ST / OBC (NCL) candidates of West Bengal.
iv. Copy of disability certificate, if applicable.
v. Experience Certificates, as applicable.

 

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট -  https://wbpdcl.co.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ