ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক - কেন্দ্রীয় সরকারের সায়েন্স এবং টেকনোলজি ডিপার্টমেন্টের অধীন বিজ্ঞান প্রসার ইন্সটিটিউট এ 'সায়েন্টিস্ট - D' পোস্টে নিয়োগ করা হবে (বিজ্ঞপ্তি নম্বর- Advertisement No. VP/1/2021)।  আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে ১৬ জুন, ২০২১ এর মধ্যে। আবেদন পত্রের বয়ান ডাউনলোড করে নিতে হবে বিজ্ঞান প্রসারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।


শিক্ষাগত যোগ্যতা ( সরাসরি নিয়োগ )


যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Natural / Agricultural Science এ মাস্টার্স ডিগ্রি অথবা Engineering / Technology  / Medicine -এ গ্রাজুয়েট পাশরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে  এই সকল ক্ষেত্রে- "R&D, Planning, formulation and execution of various S&T including those aimed at popularization of Science"। 

অতিরিক্ত যোগ্যতা হিসেবে - 

১) সংশ্লিষ্ট বিষয়ে Ph.D বা,  
২) জার্নালিজম বা সায়েন্স কমিউনিকেশনে ডিপ্লোমা বা ডিগ্রি বা, 
৩)  science popularization / communication এবং training -এ অভিজ্ঞতা বা, 
৪) প্রিন্ট,  ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ায় যোগাযোগের দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন। 

বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সরকারি চাকুরীজীবি / স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মী দের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড় রয়েছে।  

বেতন কাঠামো - মাসিক বেতন ৭৮, ৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা। এছাড়া আরও অন্যান্য ভাতা রয়েছে। 

ডেপুটেশনে ও নিয়োগ করা হতে পারে। সেক্ষেত্রে যোগ্যতা ও অন্যান্য তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। আবেদন পত্রের বয়ান ডাউনলোড করে নিতে হবে বিজ্ঞান প্রসারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সরকারি চাকুরীজীবি / স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মী দের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। 

অফিসিয়াল আবেদনপত্র-  ডাউনলোড

আবেদনপত্র ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-" Registrar, Vigyan Prasar, A-50, Sector-62, Noida-201309 (Uttar Pradesh)।  খামের ওপরে লিখবেন-  “Application for the post of Scientist-D”। 

এর আগে ১৭ এপ্রিল, ২০২১ এ এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। যারা আবেদন করেছেন তারা আর নতুন করে আবেদন করবেন না। প্রয়োজন সাপেক্ষে আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। 

                      
 এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন বিজ্ঞান প্রসারের অফিসিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ