ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর, নার্সিং স্টাফ  ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।( employment notification - VU/R/Advt./02/2021 )।  আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, ১৪ জুন, ২০২১ এর মধ্যে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


 
(১) অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর ( ইলেকট্রনিকস) 

মোট শূন্যপদ - ১ টি ( অসংরক্ষিত ) 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রি এবং UGC/CSIR দ্বারা অনুমোদিত নেট ( NET) বা সেট ( SET ) পাশরা আবেদনের যোগ্য ।  SC / ST / Differently-abled / other backward classes এর অন্তর্ভুক্ত প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে  ৫% ছাড় পাবেন। অর্থাৎ কমপক্ষে ৫০% নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।  যাদের ১৯, সেপ্টেম্বর, ১৯৯১ -এর পূর্বে মাস্টার লেভেলের Ph.D ডিগ্রি রয়েছে, তারা-ও  প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় পাবেন। অর্থাৎ কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।  

বেতন  - মাসিক বেতন ২১, ৬০০ টাকা। এছাড়া আরও অন্যান্য ভাতা রয়েছে। 

 (২) নার্সিং স্টাফ 

 

মোট শূন্যপদ - ১টি ( অসংরক্ষিত ) 

শিক্ষাগত যোগ্যতা - Indian Nursing Council এবং West Bengal Nursing Council বা State Nursing Council দ্বারা অনুমোদিত ANM/ GNM ডিগ্রি থাকলে আবেদনের যোগ্য। সেইসঙ্গে ANM/GNM পাশের পর ইউনিভার্সিটি মেডিকেল ইউনিটে অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং,  ভেন্টিলেশনে থাকা পেসেন্টের অক্সিজেন সিলিন্ডার সামলানো, নিবুলাইজার সামলানো, এবং রোগীর দেখাশোনা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। 

বেতন - মাসিক বেতন ১৩, ৪০০ টাকা। এছাড়া আরও অন্যান্য ভাতা রয়েছে। 

(৩) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 

মোট শূন্যপদ - ১ টি (অসংরক্ষিত ) 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে Biomedical Laboratory Science and Management বা MLT -তে মাস্টার্স অথবা MLT গ্রাজুয়েটরা আবেদনের যোগ্য। সেইসঙ্গে উপরিউক্ত ডিগ্রি পাশের পর ৬ মাসের স্যাম্পেল কালেকশন,  স্যাম্পেল অ্যানালিসিস, রোগীর দেখাশোনা এবং রোগীর মনিটরিং সংক্রান্ত কাজ কম্পিউটারের মাধ্যমে করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়। 

নিয়োগ পদ্ধতি - প্রতিটি  পোস্টেই প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীকালে কাজের দক্ষতার উপর নির্ভর করে সময়সীমা বাড়ানো হতে পারে।

আবেদন ফি -  অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর পদে আবেদন ফি ৬০০ টাকা। নার্সিং স্টাফ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন ফি ৪০০ টাকা। ব্যাঙ্ক ড্রাফটের (Bank Draft in favour “Vidyasagar University” payable at Midnapore) মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।


আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে, ১৪ জুন, ২০২১ এর মধ্যে। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। খামের ওপরে কোন পোস্টের জন্য আবেদন করেছেন তা উল্লেখ করে দেবেন।  আবেদনপত্র পাঠানোর ঠিকানা -The Registrar, Vidyasagar University, Midnapore – 721102, Paschim Medinipur, West Bengal। একজন ব্যক্তি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারেন। তবে তাকে প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা ভাবে ফর্ম ফিলআপ করতে হবে।           
     

এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ