ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সংস্থাতে প্রায় ২৯ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে সংস্থাগুলির অফিসিয়াল ওয়েবসাইটে ।


কোন সংস্থাতে কতজন কর্মী নিয়োগ করা হবে,কোন কোন যোগ্যতায় কোন পদে আবেদন করতে পারবেন তার বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল - 


১) নেতাজি সুভাষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ

নেতাজী সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা - ১২৬। 
পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন । বয়সের ঊর্ধ্ব সীমা ২৭বছর তবে কিছু পোস্টের জন্য তা ৩০বছর পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ - ৩১জুলাই,২০২১। আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE   

অফিসিয়াল বিজ্ঞপ্তি -    CLICK HERE 

২) সারা দেশের মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৫৮৩০ জন ক্লার্ক নিয়োগ 


রাজ্যে মোট শূন্যপদের সংখ্যা ৩৬৬টি। 
যোগ্যতা - যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট ও কম্পিউটারে দক্ষ থাকতে হবে। 
বয়স - ২০ থেকে ২৮বছর পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ - ১আগস্ট, ২০২১। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি  CLICK HERE

৩) নাবার্ড ব্যাঙ্কে ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগ 

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশানাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (NABARD) অধীন রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসে (RDBS) ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে।  মোট শূন্যপদের সংখ্যা - ৭টি।  যোগ্যতা - ব্যাঙ্কিং ও ফাইন্যান্স এ অভিজ্ঞতা সহ যে কোনো শাখাতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।বয়স - ২৫ থেকে ৩২বছর পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ - ৭আগস্ট,২০২১। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ন্যাশানাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.nabard.org/ ।

৪) অয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Clerk-cumComputer Operator) পদে নিয়োগ  

 অয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ হবে। 
মোট শূন্যপদের সংখ্যা - ১২০টি। 
যোগ্যতা - কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট বা ডিপ্লোমা সহ যে কোনো শাখাতে উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে। বয়স - ১৮ থেকে ৩০বছর পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ - ১৫আগস্ট, ২০২১।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.oil-india.com/default.aspx ।

৫) কেন্দ্রীয় কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো নিয়োগ

কেন্দ্রীয় কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় কলকাতা এবং অন্যান্য শাখায় অ্যাসিস্ট্যান্ট  ও স্টেনো পদে কর্মী নিয়োগ করা হবে। 
মোট শূন্যপদের সংখ্যা - ১৮।  যোগ্যতা - যে কোনো শাখাতে উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে  প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি বা হিন্দি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্ব সীমা ২৮বছর। 
আবেদনের শেষ তারিখ - ১৫আগস্ট, ২০২১।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি  CLICK HERE 

৬) পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে  গ্রামীণ ডাক সেবক পোস্টে মোট ২৩৫৭ জন কর্মী নিয়োগ


 মোট শূন্যপদ - ২৩৫৭টি। যোগ্যতা - গণিত, ইংরেজি ও আঞ্চলিক ভাষাতে অন্তত পক্ষে পাশ নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।  বয়স - ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। 
আবেদনের শেষ তারিখ - ১৯আগস্ট, ২০২১।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন  অফিসিয়াল ওয়েবসাইট - https://indiapost.gov.in ।  

৭) ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মি তে অফিসার পদে নিয়োগ 


যোগ্যতা - যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট । বয়স - ১৮ থেকে ৪২ বছর পর্যন্ত। 
আবেদনের শেষ তারিখ - ১৯আগস্ট, ২০২১।আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি- CLICK HERE 

৮) কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগ


মোট শূন্যপদের সংখ্যা - ৩৩০টি। যোগ্যতা - যে কোনো শাখার গ্র্যাজুয়েট । 
বয়স - ২০ থেকে ২৭বছর পর্যন্ত। আবেদনের শেষ তারিখ - ১৯আগস্ট, ২০২১।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

অনলাইনে আবেদনের  গাইড -   CLICK HERE

অফলাইনে আবেদনের গাইড -  CLICK HERE

৯) কেন্দ্রীয় সরকারি সংস্থা টাকশালে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ 


মোট শূন্যপদের সংখ্যা - ৭টি। যোগ্যতা - পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন।
বয়স - ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। আবেদনের শেষ তারিখ - ২০আগস্ট, ২০২১।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি-  CLICK HERE 

১০) ২৫২৭১ জন কনস্টেবল নিয়োগ


নিয়োগ করা হবে এই পরীক্ষার মাধ্যমে-  "Constables (GD) in Central Armed Police Forces (CAPFs), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2021"। 
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে। বয়স - ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ - ৩১আগস্ট, ২০২১।
আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

আরো বিস্তারিত তথ্য বাংলায় পড়তে - CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ