টাটা কনসালটেন্সি তে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ দিচ্ছে টাটা কনসালটেন্সি (TCS Smart Hiring )।
যোগ্যতা
১) BCA বা B. Sc (Math, Statistics, Physics, Chemistry, Electronics, Biochemistry, Computer Science, IT) বা B. Voc in CS / IT।
২) কেবলমাত্র ২০২০, ২০২১ এবং ২০২২ এর গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েসানে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি
অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ র মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইন টেস্ট নেওয়া হবে ১৯ নভেম্বর, ২০২১ এ।
অনলাইন টেস্ট এর সিলেবাস
Segment |
No. of Questions |
Time ( in minutes) |
Verbal Ability |
24 |
30 |
Reasoning Ability |
30 |
50 |
Numerical Ability |
26 |
40 |
Total |
80 Questions |
120 Minutes |
পরীক্ষায় ভালো মার্কস পেলে TCS Ignite – TCS’ unique ‘Science to Software’ program এ সুযোগ পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ২ নভেম্বর, ২০২১ এর মধ্যে এই লিঙ্কে https://nextstep.tcs.com/campus/#/ ।
মনে রাখবেন এই চাকরির জন্য কোনোরকম টাকা পয়সা জমা করতে হবে না। টি সি এস এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই চাকরি পরিচালনা করছে টি সি এস নিজেই। বাইরের কোনও কোম্পানি বা এজেন্সি এই নিয়োগের জন্য পরীক্ষা বা ইন্টারভিউ নেবে না।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত মেল আই ডি তে বা ফোন নম্বরে বা দেখুন ওয়েবসাইট -
Email ID: ilp.support@tcs.com| Toll-Free Helpline No: 1800 209 3111 Website link - click here ।