ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে ৯ জুলাই, ২০২১ এর মধ্যে। অর্থাৎ, আর মাত্র ৩ দিন বাকি। এর মধ্যেই অনলাইনে আবেদন করার কাজটি আপনাকে সেরে ফেলতে হবে। নিয়োগ করা হবে এই সকল পোস্টে- অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং টেকনিশিয়ান। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ৩০/২০২১।

চলুন দেখে নেওয়া যাক কোন কোন যোগ্যতায় কোন পোস্টে আবেদন করা যাবে, শূন্য পদ কেমন, শুরুতে বেতন ই বা কত পাওয়া যাবে। 

(১)অফিস অ্যাসিস্ট্যান্ট Office Assistant (Grade-III) – উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন।  তবে  ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ কম্পিউটারে টাইপ করার স্পিড থাকতে হবে । শূন্যপদ ১ টি।  শুরুতে মাসিক  বেতন প্রায় ৩০ হাজার টাকা।

(২)জুনিয়র স্টেনোগ্রাফার – উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা  ২৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। সংরক্ষিত শ্রেণীর এর পাশাপাশি শর্টহ্যান্ডে প্রতি মিনিতে ৮০ টি শব্দের স্পিড থাকতে হবে। শূন্যপদ ১ টি।  শুরুতে মাসিক  বেতন প্রায় ৪০ হাজার টাকা।

(৩) টেকনিশিয়ান এ Technician ‘A’ (Carpenter/Sheet Metal)- মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশরা  ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে ফর্ম ফিল আপ করতে পারবেন।  কাজের অভিজ্ঞতা  থাকা আবশ্যিক।   শূন্যপদ ৩ টি।  শুরুতে মাসিক  বেতন প্রায় ৩০ হাজার টাকা।

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ৯ জুলাই, ২০২১ এর মধ্যে ন্যাশানাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনের লিঙ্কCLICK HERE

আবেদনের ফি ২০০ টাকা। এস সি / এস টি / প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থী দের কোনও আবেদনের ফি লাগবে না। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://ncsm.gov.in/recruitment/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ