ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ  প্রতিষ্ঠান 'এস.এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস' এ অ্যাটেনডেন্ট এবং পাম্প অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SNB/Advt/21-22/008। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অ্যাটেনডেন্ট
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

২) পাম্প অপারেটর
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং কেন্দ্র/রাজ্য সরকারের স্বীকৃতি প্রাপ্ত যে কোন ট্রেনিং ইনস্টিটিউট থেকে মেকানিকাল ট্রেডে আই টি আই সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বয়স - বয়স হতে হবে ৭ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


প্রতিটি পোস্টের ক্ষেত্রেই উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা অনুসারে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র SNBNCBS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.bose.res.in  থেকে ডাউনলোড করতে হবে। 

আবেদনপত্রের বয়ান 👇

১) অ্যাটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে - এখানে ক্লিক করুন

২) পাম্প অপারেটর পোস্টের ক্ষেত্রে - এখানে ক্লিক করুন

প্রয়োজনীয় তথ্যাদি, পাসপোর্ট সাইজ ছবি ও সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদনপত্রটি খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Register, S.N.Bose National Centre for Basic Sciences, Block JD, Sector III, Salt Lake, Kolkata - 700106 '।

খামের উপরে লিখতে হবে - " Application for the post of ___(যে পোস্টের জন্য আবেদন করা হবে সেটির নাম) "।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SNBNCBS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.bose.res.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ