ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের ছাপাখানা সরস্বতী প্রেস লিমিটেডে ট্রেনি ইলেক্ট্রিশিয়ান পোস্টে নিয়োগ করা হবে। মোট ২ বছরের ট্রেনিং সফলভাবে সম্পূর্ণ করলে এবং খুব ভালো পারফরম্যান্স হলে উচ্চ বেতনে নিয়োগ করার সম্ভাবনা রয়েছে। 

কমপক্ষে ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক এবং ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আই টি আই / সি টি আই বা সমতুল পাশ হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২১ অনুযায়ী সর্বাধিক ৩০ বছর। 

মোট ২ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন  প্রথম বছর মাসিক ৭ হাজার টাকা এবং দ্বিতীয় বছর মাসিক ৮ হাজার টাকা স্তাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও টিফিন ও অন্যান্য ভাতা বাবদ অতিরিক্ত ৭ হাজার টাকা মাসে দেওয়া হবে। 

বায়ো ডাটা , পাসপোর্ট সাইজের ১ কপি ছবি এবং যোগ্যতার সমস্ত নথির কপি দিয়ে আবেদন করতে হবে ২৫ অক্টোবর, ২০২১ এর মধ্যে। আবেদন করবেন এই ঠিকানায় -  " the Assistant Manager, Personnel, Saraswaty Press Ltd., 11 B. T. Road, Kolkata-700056" ।

অফিসিয়াল বিজ্ঞপ্তি  দেখতে ক্লিক করুন এখানে। 

আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন সংস্থার এই নম্বরে -  (033) 2564-7134 বা দেখুন এই ওয়েবসাইট http://www.saraswatypress.com/Appointment। 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ