ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সাহিত্য অ্যাকাদেমিতে ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SA/50/06/2021। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১ নভেম্বর, ২০২১ এর মধ্যে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - click here

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ডেপুটি সেক্রেটারি জেনারেল
শূন্যপদ - ১টি(SC)
যোগ্যতা - অ্যাকাদেমি স্বীকৃত বা সমতুল্য কোন ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৫০ বছর।
পে স্কেল - লেভেল ১১

২) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
শূন্যপদ - ১টি(UR)
যোগ্যতা - লাইব্রেরী সায়েন্স এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং মাতৃভাষা সহ আরো দুটি ভারতীয় ভাষাতে দক্ষতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞানের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর।
পে স্কেল - লেভেল ১০

৩) অ্যাসিস্ট্যান্ট এডিটর
শূন্যপদ - ১টি(UR)
যোগ্যতা - অ্যাকাদেমি স্বীকৃত ভাষা/ সাহিত্য তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং হিন্দি/ইংরেজি সহ আরো এক বা একাধিক ভারতীয় আঞ্চলিক ভাষায় দক্ষতা ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞানের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর।
পে স্কেল - লেভেল ১০

৪) প্রোগ্রাম অফিসার
শূন্যপদ - ২টি(UR)
যোগ্যতা - অ্যাকাদেমি স্বীকৃত ভাষা/ সাহিত্য তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞানের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রাইটার এবং পাবলিশার্সদের সাথে ভালো যোগাযোগ থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর।
পে স্কেল - লেভেল ১০

৫) সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ - ২টি(UR - 1, PWD - 1)
যোগ্যতা - কমার্সে গ্র্যাজুয়েট ডিগ্রী এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞানের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টস ফর্ম তৈরী করার ক্ষমতা সহ সরকারি নিয়ম বিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর।
পে স্কেল - লেভেল ৬

৬) সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি(UR)
যোগ্যতা - গ্র্যাজুয়েট বা সমতুল্য ডিগ্রী এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞানের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর।
পে স্কেল - লেভেল ৬

৭) জুনিয়র ক্লার্ক
শূন্যপদ - ৩টি (UR-1, OBC-2)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ বা সমতুল্য এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান সহ টাইপিং এ প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর।
পে স্কেল - লেভেল ২

৮) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ৬টি(UR-4, OBC-1, PWD-1)
যোগ্যতা - মাধ্যমিক / আই টি আই পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর।
পে স্কেল - লেভেল ১

নির্বাচন পদ্ধতি


নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা/স্কিল টেস্ট/ ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হবে।

নির্বাচিত প্রার্থীদের ইমেল/এস এম এস/ডাকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১ নভেম্বর, ২০২১ এর মধ্যে। অ্যাকাদেমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে পোস্টের জন্য আবেদন করতে চান তার আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

ওয়েবসাইটটি হল - www.sahitya-akademi.gov.in।

আবেদনপত্রের সঙ্গে যোগ্যতার ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।

খামের উপর লিখতে হবে - " Application for the post of...........(পোস্টের নাম) at Head Office, New Delhi "।  আবেদনপত্র  পাঠানোর ঠিকানা -  

To the Secretary, 
Sahitya Akademi,
Rabindra Bhawan,
35, Ferozeshah Road,
New Delhi - 110001

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সাহিত্য আকাদেমির অফিসিয়াল ওয়েবসাইট - http://www.sahitya-akademi.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ