ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে তৈরি রাষ্ট্রায়ত্ত সংস্থা এসজেভিএন লিমিটেড অফিসার এবং ইঞ্জিনিয়ার পোস্টে কর্মী নিয়োগ করবে।  বিজ্ঞপ্তি নম্বর 95/2021।

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ২৪আগস্ট, ২০২১।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক- CLICK HERE

 

পোস্ট অনুযায়ী শূন্যপদ ও যোগ্যতা


১) ফিল্ড অফিসার (হিউম্যান রিসোর্স)
শূন্যপদ - ১০
যোগ্যতা - গ্র্যাজুয়েশন সহ পার্সোনেল/ এইচ আর এ স্পেশালাইজেসান সহ ২ বছরের এম বি এ / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

২) ফিল্ড অফিসার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১০
যোগ্যতা - সি এ অথবা, আই সি ডব্লিউ এ - সি এম এ অথবা,   ফিনান্সে স্পেশালাইজেসান সহ  ২ বছরের এম বি এ এর ডিগ্রী থাকতে হবে।

৩) জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ৩০
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৪) জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল)
শূন্যপদ - ২৫
যোগ্যতা - ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।


৫) জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
শূন্যপদ - ২০
যোগ্যতা - মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৬) জুনিয়র ফিল্ড অফিসার (হিউম্যান রিসোর্স)
শূন্যপদ - ১৫
যোগ্যতা - গ্র্যাজুয়েশন সহ পার্সোনেল ম্যানেজমেন্ট/সোশ্যাল ওয়ার্কস/ লেবার ওয়েলফেয়ার/ বিজনেস ম্যানেজমেন্ট/অফিস ম্যানেজমেন্ট/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন - এর যে কোনও একটিতে এক বা দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা/ ডিগ্রী থাকতে হবে।

৭) জুনিয়র ফিল্ড অফিসার(ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১৫
যোগ্যতা - ইন্টার সি এ / ইন্টার সি এম এ  পাশ অথবা কমার্সে মাস্টার ডিগ্রী থাকতে হবে।

৮) জুনিয়র ফিল্ড অফিসার(অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ৪
যোগ্যতা - গ্র্যাজুয়েশন এ ইংরেজি মেন বিষয় সহ  হিন্দি তে মাস্টার ডিগ্রী থাকতে হবে। 

প্রতিটি পোস্টের যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে ৫৫% নম্বর থাকতে হবে। তবে এস সি/এস টি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে ৫০% নম্বর পেলেই হবে।

বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। 

নির্বাচন পদ্ধতি

 

ফিল্ড অফিসার পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট , জি ডি এবং ইন্টারভিউ র মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট http://www.sjvn.nic.in/  এ । আবেদনের শেষ তারিখ ২৪আগস্ট, ২০২১। 

অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক- CLICK HERE

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট - http://www.sjvn.nic.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ