ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ''সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER)'' এ  অ্যাসিস্ট্যান্ট ও সায়েন্টিস্ট  পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SMR(K)/REC-01/2021। আবেদন করতে হবে অনলাইনে SAMEER এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

 

 Recruitment in SAMEER Kolkata Centre

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট - এ
ক) শাখা - ইলেকট্রনিক্স
পোস্ট কোড - PAEL01
শূন্যপদ - ২টি
যোগ্যতা - স্বীকৃতি প্রাপ্ত টেকনিক্যাল বোর্ড থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
খ) শাখা - মেক্যানিকাল
পোস্ট কোড - PAME01
শূন্যপদ - ১টি
যোগ্যতা - স্বীকৃতি প্রাপ্ত টেকনিক্যাল বোর্ড থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স - বয়স হতে হবে ১৫ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতন - ১৭,০০০/- টাকা

২) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট - বি
শাখা - ইলেকট্রনিক্স
পোস্ট কোড - PBEL01
শূন্যপদ - ১টি
যোগ্যতা - স্বীকৃতি প্রাপ্ত টেকনিক্যাল বোর্ড থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৫ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতন - ২১,৫০০/- টাকা

৩) রিসার্চ সায়েন্টিস্ট
শাখা - ইলেকট্রনিক্স
পোস্ট কোড - RSEL01
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সমতুল্য বিষয়ে বি.ই/বি.টেক/এম.ই/এম.টেক ডিগ্রী থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।
বয়স - বয়স হতে হবে ১৫ ডিসেম্বর, ২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতন - ৩০,০০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি


প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তারপর ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ অনলাইন/অফলাইন কোন মাধ্যমে নেওয়া হবে সেই সম্পর্কিত তথ্য উত্তীর্ণ প্রার্থীকে ইমেল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মিলিত ফল অনুযায়ী চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।

২ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে SAMEER এর অফিসিয়াল ওয়েবসাইট http://kolkata.sameer.gov.in/recruitment  এ ১৫ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAMEER এর অফিসিয়াল ওয়েবসাইট http://kolkata.sameer.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ