ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ার গ্রিড করপোরেশনে ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপারভাইজার পদে ৯৭ জন কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর NR-I/01/2021/FE & FS । 

নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আবেদন করতে হবে অনলাইনে পাওয়ার গ্রিড করপোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে  ৯ মে, ২০২১ এর মধ্যে। 

শূন্যপদ

 

পোস্ট অনুযায়ী যোগ্যতা


পোস্ট - ফিল্ড ইঞ্জিনিয়ার ( ইলেকট্রিক্যাল ) 


যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। তবে SC/ST/PWD প্রার্থীদের কেবল পাশ নম্বর থাকলেই চলবে।

অভিজ্ঞতা - সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

পোস্ট - ফিল্ড ইঞ্জিনিয়ার ( সিভিল )


যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ  সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি  থাকতে হবে। তবে SC প্রার্থীদের কেবল পাশ নম্বর থাকলেই চলবে। 

অভিজ্ঞতা - সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পোস্ট - ফিল্ড সুপারভাইজার ( ইলেকট্রিক্যাল ) 


যে কোনও স্বীকৃত টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা  থাকতে হবে। তবে SC/ST/PWD প্রার্থীদের কেবল পাশ নম্বর থাকলেই চলবে।  উচ্চতর টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করবেন না। 

অভিজ্ঞতা - সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

পোস্ট - ফিল্ড সুপারভাইজার ( সিভিল )

 
যে কোনও স্বীকৃত টেকনিক্যাল প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ সিভিল বিষয়ে ডিপ্লোমা  থাকতে হবে। তবে SC প্রার্থীদের কেবল পাশ নম্বর থাকলেই চলবে।  উচ্চতর টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করবেন না। 

অভিজ্ঞতা -সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

উল্লিখিত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই  ৯/৫/২০২১ অনুযায়ী বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। 

 

ক্যাটেগরি ভিত্তিক বয়স ও যোগ্যতার ছাড়

 

নিয়োগ পদ্ধতি


ফিল্ড ইঞ্জিনিয়ার


            শুধুমাত্র ইন্টারভিউ হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। তবে ইন্টারভিউর জন্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচনে সমস্যা হলে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। ১ ঘন্টার স্ক্রিনিং পরীক্ষায় প্রশ্ন থাকবে মোট ৭৫ নম্বরের।

ফিল্ড সুপারভাইজার


      স্কুটিনি করে লিখিত পরীক্ষায় বসার জন্য প্রার্থী বাছাই হবে। অবজেক্টিভ টাইপ  ১০০ নম্বরের ৭৫ নম্বরের পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা।

বেতন

ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টের ক্ষেত্রে শুরুতে বেসিক পে মাসিক ৩০,০০০ টাকা। ফিল্ড সুপারভাইজার পোস্টের ক্ষেত্রে শুরুতে বেসিক পে মাসিক ২৩,০০০ টাকা। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট সহ অন্যান্য ভাতা রয়েছে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে পাওয়ার গ্রিড করপোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে  ৯ মে, ২০২১ এর মধ্যে। ফিল্ড ইঞ্জিনিয়ারের আবেদন ফি ৪০০ টাকা এবং ফিল্ড সুপারভাইজারের আবেদন ফি ৩০০ টাকা।


এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পাওয়ার গ্রিডের অফিশিয়াল ওয়েবসাইটে। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ