ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক - কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে ক্লার্ক ও অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। (advertisement no - 07/2021)। আবেদন করতে হবে অনলাইনে, NWDA -এর অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২১। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

(১) পোস্ট - জুনিয়র ইঞ্জিনিয়ার 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।  সেইসঙ্গে যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে ভালো হয়।  

মোট শূন্যপদ - ১৬ 

বয়সসীমা - বয়স হতে হবে ২৫ জুন, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।  

বেতন - মাসিক বেতন ৩৫,৪০০- ১,১২, ৪০০ টাকা।

(২) পোস্ট -  হিন্দি ট্রান্সলেটর 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে অথবা ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি পাশ করে থকতে হবে। হিন্দিতে মাস্টার্স ডিগ্রি থাকলে  কমপালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ডিগ্রি কোর্সে ইংরেজি, আর ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি থাকলে কমপালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ডিগ্রি কোর্সে হিন্দি পড়ে থাকতে হবে। যদি অন্য কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে ডিগ্রি কোর্সে হিন্দি ও ইংরেজি এই দুটি বিষয়ের মধ্যে একটি ভাষা কমপালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে এবং অন্য ভাষাটি পরীক্ষার মাধ্যম হিসেবে পড়ে থাকতে হবে।
সেইসঙ্গে কেন্দ্রীয় বা রাজ্য সরকার অনুমোদিত যে-কোনো স্বীকৃত সংস্থা থেকে পাশ করা  ট্রান্সলেশন কোর্সের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে  ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  

মোট শূন্যপদ -  ০১ 

বয়সসীমা - বয়স হতে হবে ২৫ জুন, ২০২১ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে।  

বেতন- মাসিক বেতন ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। 

(৩) পোস্ট - জুনিয়র অ্যাকাউন্টস অফিসার  

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা  (Cash and Accounts in a Government Office/PSU/Autonomous Body/ Statutory Body) থাকলে আবেদনের যোগ্য। সেইসঙ্গে CA/IXWAI/Company Secretary প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 

মোট শূন্যপদ - ০৫ 

বয়সসীমা - বয়স হতে হবে ২৫ জুন, ২০২১ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে।  

বেতন- মাসিক বেতন ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। 

(৪) পোস্ট - আপার ডিভিশন ক্লার্ক 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য  সেইসঙ্গে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

মোট শূন্যপদ - ১২ 

বয়সসীমা - বয়স হতে হবে ২৫ জুন, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।  

বেতন - মাসিক বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। 

(৫) পোস্ট - স্টেনোগ্রাফার গ্রেড-ll

শিক্ষাগত যোগ্যতা -  উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে ৮০ w.p.m টাইপিং স্পিড থাকলে আবেদনের যোগ্য। 

মোট শূন্যপদ - ০৫ 

বয়সসীমা - বয়স হতে হবে ২৫ জুন, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।  

বেতন - মাসিক বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। 

(৬) পোস্ট - লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা -  উচ্চমাধ্যমিক পাশ এবং ইংরেজিতে ৩৫ w.p.m এবং হিন্দিতে ৩০ w.p.m কম্পিউটার টাইপিং স্পিড থাকলে আবেদনের যোগ্য। সেইসঙ্গে কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

মোট শূন্যপদ -২৩

 বয়সসীমা - বয়স হতে হবে ২৫ জুন, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।  

বেতন - মাসিক বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।   

 তবে উপরিউক্ত প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি 

কম্পিউটার বেসট কমপিটিটিভ টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। তবে স্টেনোগ্রাফার গ্রেড-ll এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এই দুটি পোস্টের ক্ষেত্রে অনলাইন টেস্টের পর যাদের নাম মেধা তালিকায় প্রকাশিত হবে, তাদের স্কিল টেস্টের পরীক্ষা-ও দিতে হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে,  NWDA -এর অফিশিয়াল ওয়েবসাইট। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, তবে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা ভাবে আবেদন ফি জমা দিয়ে আবেদন করতে হবে।  আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ ই-মেল আইডি থাকতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত নিজের ই-মেল আইডি টিকে এক্টিভ রাখতে হবে।  

আবেদনের ফি - জেনারেল এবং OBC ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ৮৪০ টাকা। SC, ST, PWD, EWS এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা।  

আবেদনের তারিখ - আবেদন করতে হবে ২৫ জুন, ২০২১ এর মধ্যে।  

 এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন NWDA - এর অফিশিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ