ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে  বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর - 01/NIV Project Cell/2021। আবেদন করতে হবে  ১৩ আগস্ট ২০২১ এর মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  CLICK HERE


পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) প্রোজেক্ট রিসার্চ সাইন্টিস্ট -v


শূন্যপদ - ১
বয়স সীমা - ৪০বছর
বেতন ক্রম - ৫১,০০০/-
যোগ্যতা - চার বছর অভিজ্ঞতা সহ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ ভাইরোলজি তে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রী  বা উপরিউক্ত তিনটি বিষয়ে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রীর পাশাপাশি পি এইচ ডি করা থাকতে হবে।

২) প্রোজেক্ট রিসার্চ সাইন্টিস্ট - l


শূন্যপদ - ১
বয়স সীমা - ৩৫বছর
বেতন ক্রম - ৬১,০০০/-
যোগ্যতা - এম বি বি এস সহ এক বছর রিসার্চ বা ট্রেনিংয়ের অভিজ্ঞতা অথবা, মাইক্রোবায়োলজি/প্যাথলজি/পি এস এম এ এমডি থাকতে হবে। 

৩) প্রোজেক্ট রিসার্চ সাইন্টিস্ট - iv


শূন্যপদ - ৪
বয়স সীমা - ৩৫বছর
বেতন ক্রম - ৪৮,০০০/-
যোগ্যতা - দুই বছরের অভিজ্ঞতা সহ মাইক্রোবায়োলজি/ বায়োটেকনোলজি/ ভাইরোলজি/ বায়োইনফরম্যাটিকস তে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রী  অথবা উপরিউক্ত চারটি বিষয়ে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রীর পাশাপাশি পি এইচ ডি করা থাকতে হবে।

৪) প্রোজেক্ট সিনিয়র রিসার্চ ফেলো


শূন্যপদ - ২
বয়স সীমা - ৩৫বছর
বেতন ক্রম - ৩৫,০০০/-
যোগ্যতা - দুই বছরের অভিজ্ঞতা সহ বায়োইনফরম্যাটিকস/বায়োটেকনোলজি/ বায়োফিজিকস/মাইক্রোবায়োলজি/ জুওলজি - যে কোনো একটিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী অথবা সংশ্লিষ্ট বিষয়ে এম.ই/এম. টেক ডিগ্রী থাকতে হবে।

৫) প্রোজেক্ট জুনিয়র রিসার্চ ফেলো


শূন্যপদ - ৪
বয়স সীমা - ২৮বছর
বেতন ক্রম - ৩১,০০০/-
যোগ্যতা - বেসিক বিজ্ঞানের বিষয়গুলির একটিতে অথবা প্রোফেশনাল কোর্সগুলির একটিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী থাকতে হবে।

৬) প্রোজেক্ট রিসার্চ অ্যাসোসিয়েট


শূন্যপদ - ১
বয়স সীমা - ৪০বছর
বেতন ক্রম - ৪৭,০০০/-
যোগ্যতা - বায়োইনফরম্যাটিকস/বায়োটেকনোলজি - যে কোনো একটিতে পি এইচ ডি/ এম এস ডিগ্রী থাকতে হবে অথবা তিন বছরের রিসার্চ, পড়ানো, ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর অভিজ্ঞতা সহ উপরিউক্ত বিষয় গুলোর একটিতে এম.এস সি/ এম ই/এম.টেক করার পর এস সি আই তে অন্তত পক্ষে একটি রিসার্চ পেপার জমা করেছে এমন হতে হবে।

৭) প্রোজেক্ট ইকোনমিস্ট ইভালুয়েশন স্পেশালিস্ট


শূন্যপদ - ১
বয়সসীমা - ৪৫ বছর
বেতনক্রম - ৭০,০০০/-
যোগ্যতা - হেলথ ইকোনমিকসে তিন বছরের অভিজ্ঞতা সহ হেলথ ইকোনমিকস/ ইকোনমিকস/ পাবলিক হেলথ/ হেলথ কেয়ার কস্টিং, মূল্যায়ন বিশেষায়িত কমিউনিটি মেডিসিন - যে কোনো একটি বিষয়ে মাস্টার ডিগ্রী থাকতে হবে অথবা হেলথ ইকোনমিকস/ইকোনমিকস/পাবলিক হেলথ - যে কোনো একটি বিষয়ে পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।

৮) প্রোজেক্ট নার্সিং সাপোর্ট - ll


শূন্যপদ - ৩
বয়সসীমা - ৩০বছর
বেতনক্রম - ৩১,৫০০/-
যোগ্যতা - রেজিস্টার্ড নার্স বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে এএনএম নার্সিং অথবা জি এন এম ডিপ্লোমা থাকতে হবে।


৯) প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট - lll


     শূন্যপদ - ৫
     বয়সসীমা - ৩০ বছর
     বেতনক্রম - ৩২,০০০/-
     যোগ্যতা - পাঁচ বছরের অভিজ্ঞতা সহ মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজি/ভাইরোলজি/ অ্যানথ্রপোলজি - যে কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে অথবা  স্ট্যাটিসটিক্স/ বায়োস্ট্যাটিসটিক্স/গণিত/সোশ্যাল ওয়ার্ক বা ওপরে উল্লেখিত  বিষয়গুলিতে  মাস্টার ডিগ্রী থাকতে হবে।


১০) প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট - ll


       শূন্যপদ - ২০
       বয়সসীমা - ৩০ বছর
       বেতনক্রম - ৩১,০০০/-
       যোগ্যতা - তিন বছরের অভিজ্ঞতা সহ মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি/ ভাইরোলজি - যে কোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েট বা উল্লেখিত বিষয়গুলির একটিতে মাস্টার ডিগ্রী থাকতে হবে।

 

১১) প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট - l


        শূন্যপদ - ১১
        বয়সসীমা - ৩০ বছর
        বেতনক্রম - ১৮,০০০/-
        যোগ্যতা - বিজ্ঞান শাখা নিয়ে উচ্চমাধ্যমিক পাশ  এবং মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান এ ২ বছরের ডিপ্লোমা অথবা ১ বছরের অভিজ্ঞতা সহ ডি এম এল টি পাশ হওয়া চাই। 


আবেদন করতে হবে দুটি ধাপে। প্রথমে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.niv.co.in তে আবেদন করতে হবে। তারপর আবেদন পত্রের হার্ড কপি  সিগনেচার ও ছবি সহ  সংস্থার ঠিকানাতে পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর ঠিকানা -
  20A, Dr.Ambedkar Road,
  Pune - 411001
  Maharastra

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট www.niv.co.in । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ