ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন  ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে ক্লার্ক ও অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। (advertisement no - 07/ 2021)। আবেদন করতে হবে অনলাইনে ২৫/০৬/২০২১ -এর মধ্যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে। 


  
   পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) পোস্ট - জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল 
        শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য। 

মোট শূন্যপদ- ১৬
বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর। 
 বেতন-৩৫,৪০০ - ১১২৪০০টাকা।

২) পোস্ট - হিন্দি ট্রান্সলেটর 
    শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি এবং ইংরেজি ভাষায় মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। হিন্দিতে ডিগ্রি থাকলে ইংরেজি কমপালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে, আর ইংরেজিতে ডিগ্রি থাকলে হিন্দি কমপালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে।  অথবা অন্য কোনো সাবজেক্টে মাস্টার্স ডিগ্রি থাকলে পড়াশোনার মাধ্যম হিসেবে হিন্দি ও ইংরেজি পড়া ব্যক্তি আবেদনের যোগ্য। 
       

সেইসঙ্গে যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে হিন্দিতে ট্রান্সলেটরের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকা এবং সংশ্লিষ্ট বিষয়ে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকা ব্যক্তিরা আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ- ০১
বয়সসীমা - ২১ থেকে ৩০ বছর। 
বেতন - ৩৫,৪০০- ১,১২,৪০০ টাকা।

৩) পোস্ট - জুনিয়র অ্যাকাউন্টস অফিসার
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্সের ডিগ্রি এবং একাউন্স ও ক্যাশ বিষয়ক ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। 
মোট শূন্যপদ - ০৫
বয়সসীমা - ২১-৩০ বছর 
বেতন - ৩৫,৪০০ - ১১২৪০০টাকা

৪) পোস্ট - আপার ডিভিশন ক্লার্ক 
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো বিষয়ে গ্রাজুয়েট এবং কম্পিউটারের ব্যবহার জানা ব্যক্তি আবেদনের যোগ্য। 
মোট শূন্যপদ -১২
বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর। 
বেতন -২৫,৫০০ -৮১১০০ টাকা।

৫) পোস্ট - স্টেনোগ্রাফার গ্রেড-  II
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ এবং কম্পিউটারে 80wpm টাইপিং স্পিড থাকলে আবেদন করা যাবে। 
মোট শূন্যপদ -০৫
বয়সসীমা - ১৮ থেকে ২৭ বছর।
বেতন - ২৫,৫০০- ৮১,১০০ টাকা।

৬) পোস্ট - লোয়ার ডিভিশন ক্লার্ক 
শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ এবং কম্পিউটারে ৩৫ w.p.m ইংরেজিতে এবং ৩০ w.p.m হিন্দিতে টাইপিং স্পিড থাকলে আবেদন করা যাবে। 
মোট শূন্যপদ - ২৩
বয়সসীমা - ১৮- ২৭ বছর 
বেতন কাঠামো - ১৯,৯০০ - ৬৩,২০০ টাকা।

     সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড়ের তালিকা

নিয়োগ পদ্ধতি - অনলাইন কম্পিউটার বেসড কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে (Junior Engineer, Hindi Translator, Junior Accounts Officer and UDC পোস্টের ক্ষেত্রে )  প্রার্থী বাছাই হবে। Stenographer Gr-II and LDC পোস্টের ক্ষেত্রে অনলাইন কম্পিউটার বেসড কম্পিটিটিভ পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়া হবে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ২৫/০৬/২০২১ -এর মধ্যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইটে। আবেদন ফি  ৮৪০ টাকা  (জেনারেল ও OBC ক্যাটেগরি) এবং  আবেদন ফি ৫০০ টাকা (SC, ST, Women, EWS and PWD ক্যাটেগরি)। 
     এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির অফিশিয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ