প্রশাসনিক এবং শিক্ষকতার পোস্টে নিয়োগ করবে ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস
স্কিল বেঙ্গল ডেস্ক : প্রশাসনিক এবং শিক্ষকতার পোস্টে নিয়োগ করবে ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (NUJS) । আবেদন করতে হবে ৩০সেপ্টেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রফেসর (ফরেন্সিক সায়েন্স)
শূন্যপদ - ১ (UR - 1)
যোগ্যতা - ইউ জি সি এর নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা
২) অ্যাসোসিয়েট প্রফেসর
শূন্যপদ - ৪(UR - 2, SC - 1, ST - 1)
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কমপক্ষে ৮ বছরের শিক্ষকতা/রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বিষয় / স্পেসালাইজেসান - • ফরেন্সিক সায়েন্স
• সাইবার সিকিউরিটি/ সাইবার ফরেন্সিকস [UR - 2]
• ডি এন এ টেকনোলজি/ টক্সিকোলজি [SC - 1]
• ফিজিক্স/ ব্যালিস্টিক ফিজিক্স [ST - 1]
বেতনক্রম - ১,৩১,৪০০/- টাকা
৩)অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ফরেন্সিক সায়েন্স)
শূন্যপদ - ৬ (UR - 3,SC - 1, ST - 1, OBC-A - 1)
যোগ্যতা - আইন/ফরেনন্সিক সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী সহ ভালো অ্যাকাডেমিক ডিগ্রী থাকতে হবে।
বিষয় / স্পেসালাইজেসান - • ডিজিট্যাল অ্যান্ড কম্পিউটার ফরেন্সিক
•বায়োটেকনোলজি/জেনোম সিকোয়েন্স
• বায়োকেমিস্ট্রি/টক্সিকোলজি [UR - 3]
• ফরেন্সিক/ফিজিক্স [SC - 1]
• ফরেন্সিক/বায়োকেমিস্ট্রি [ST - 1]
•ফরেন্সিক অ্যানথ্রপোলজি [OBC-A - 1]
(খ) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ল অ্যান্ড টেকনোলজি)
শূন্যপদ - ৪ (UR - 2, SC - 1, OBC- B - 1)
বিশেষ ক্যাটাগরি - • ল অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,হেলথ টেকনোলজি [UR - 2]
• ন্যানোটেকনোলজি[OBC- B - 1]
•বিজনেস ল/কর্পোরেট ল - [SC - 1]
বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা
৪) রিসার্চ ফেলো
শূন্যপদ - ৪(UR - 4)
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ এল এল.এম বা ফরেন্সিক সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে এম.এস সি ডিগ্রী থাকতে হবে।
বিশেষ ক্যাটাগরি - • ল অ্যান্ড টেকনোলজি [2 post]
• ফরেন্সিক সায়েন্স [ 2 post ]
বেতনক্রম - ৩১,০০০/- টাকা
৫) অ্যাডজানক্ট ফ্যাকাল্টি
যোগ্যতা - অ্যাডজানক্ট ফ্যাকাল্টি গাইড লাইন অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।
বিষয় / স্পেসালাইজেসান - • সাবসটান্টিভ/ প্রসিডুরাল ল এমার্জিং ল সাবজেক্টস
• ফরেন্সিক/টেকনোলজি অ্যান্ড ল রিলেটেড সাবজেক্টস
বেতন - প্রতি লেকচারে ৩০০০/- টাকা
৬) গেস্ট ফ্যাকাল্টি
ফরেন্সিক সায়েন্স [ 3 post ]
ল অ্যান্ড টেকনোলজি [2 post]
যোগ্যতা - কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সহ ল তে মাস্টার ডিগ্রী (কমপক্ষে ৫৫% নম্বর থাকা চাই) অথবা ফরেন্সিক সায়েন্স এ মাস্টার ডিগ্রী থাকতে হবে।
বিষয় / স্পেসালাইজেসান - ল, টেকনোলজি অ্যান্ড ফরেন্সিক রিলেটেড সাবজেক্টস।
বেতনক্রম - ৩৫০০০/- টাকা
৭) কন্ট্রোলার অফ এক্সামিনেশন
শূন্যপদ - ১ (UR - 1)
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রী থাকতে হবে এবং কমপক্ষে ১৫ বছরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/লেকচারার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে অথবা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ৮ বছরের অভিজ্ঞতা/ হাইয়ার এডুকেশন PR এ ১৫ বছরের অভিজ্ঞতা যার মধ্যে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার এবং রেজাল্ট তৈরী করার অভিজ্ঞতা থাকলে আগে সুযোগ পাবেন।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা
এই পোস্ট গুলি পাঁচ বছরের চুক্তি ভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে ৩০সেপ্টেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NUJS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।ওয়েবসাইট হল - www.nujs.edu ।
আবেদন ফি ২০০০/- টাকা (এস সি/এস টির ক্ষেত্রে ১৫০০/- টাকা)। আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনে PayUmoney গেটওয়ের মাধ্যমে বা ডিমান্ড ড্রাফট করতে হবে এই ঠিকানায় " in favour of 'WBNUJS' payable at Kolkata addressed to the Registrar '।
ডাকের মাধ্যমে বা সরাসরি আবেদনপত্র জমা করতে পারেন এই ঠিকানায়-- The West Bengal National University Juridicial Sciences, Dr. Ambedkar Bhavan, 12LB Block, Sector - III, Salt Lake, Kolkata - 700 106।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NUJS এর অফিসিয়াল ওয়েবসাইট - www.nujs.edu ।