শতাধিক কর্মী নিয়োগ করছে NMDC লিমিটেড
স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা NMDC লিমিটেডে বিভিন্ন পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 4/2022। আবেদনের শেষ তারিখ ২ মার্চ, ২০২২।
প্রসঙ্গত, NMDC লিমিটেড হল কেন্দ্রের ষ্টীল মন্ত্রকের অধীনস্থ একটি নবরত্ন সংস্থা।
Employment Notification No. 04/2022For Complete Notification click here For Annexures-- Click here (Annexure-1, Annexure-II, Annexure-III, Annexure-IV) To Apply Online Click Here |
|
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৪৩টি
যোগ্যতা - মিডল পাশ/আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৮,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৮,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৮,১০০/- টাকা - ৩১,৮৫০/- টাকা
২) মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)
শূন্যপদ - ৯০টি
যোগ্যতা - ওয়েল্ডিং/ফিটার/মেশিনিস্ট/মোটর মেকানিক/ডিজেল মেকানিক/অটো ইলেকট্রিশিয়ান এ আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৮,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৮,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৮,৭০০/- টাকা - ৩২,৯৪০/- টাকা
৩) মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল)
শূন্যপদ - ৩৫টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৮,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৮,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৮,৭০০/- টাকা - ৩২,৯৪০/- টাকা
৪) এমসিও গ্রেড - III
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৯,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৯,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৩৫,০৪০/- টাকা
৫) HEM মেকানিক গ্রেড - III
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৯,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৯,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৩৫,০৪০/- টাকা
৬) ইলেকট্রিশিয়ান গ্রেড - III
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা ও ইন্ডাস্ট্রিয়াল/ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট থাকতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৯,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৯,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৩৫,০৪০/- টাকা
৭) ব্লাস্টার গ্রেড - II
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক/আই টি আই পাশ সহ ব্লাস্টার/মাইনিং মেট সার্টিফিকেট ও ফার্স্ট এইড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৯,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৯,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৩৫,০৪০/- টাকা
৮) কিউসিএ গ্রেড - III
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - কেমিস্ট্রি/জিওলজি তে বি.এসসি গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টাইপেন্ড - ১ বছর ট্রেনিং পিরিয়ডে ১৯,০০০/- টাকা ও পরবর্তী ৬ মাসে ১৯,৫০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৩৫,০৪০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ট্রেনিং পিরিয়ড - ১৮ মাস।
নির্বাচন পদ্ধতি
ক্রমিক নং ১ পোস্টটির ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। ক্রমিক ২ নং থেকে ৮ নং পোস্টের ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে। দুটি ক্ষেত্রেই লিখিত পরীক্ষার মোট নম্বর ১০০। অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রেই প্রথম ধাপের লিখিত পরীক্ষায় পাশ করলে তবেই পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে। প্রশ্নপত্রের মাধ্যম হবে হিন্দি, ইংরেজি ও কানাড়া ভাষা। দুটি ধাপের প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরী করা হবে।
অ্যাডমিট কার্ড/কল লেটার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে বা ডাকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NMDC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nmdc.co.in এ। আবেদনের শেষ তারিখ ২ মার্চ, ২০২২।
To Apply Online Click Here
আবেদন মূল্য ১৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যানের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NMDC এর অফিসিয়াল ওয়েবসাইট www.nmdc.co.in বা ইমেল করতে পারেন এই মেল আইডিতে - nmdc@jobapply.in (সকাল ১০টা - সন্ধ্যে ৬টা এর মধ্যে)।