ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সংস্থা এন এল সি ইন্ডিয়া লিমিটেডে ২০২১ - ২২ বর্ষে বিভিন্ন ট্রেডে ২৫০জন গ্র্যাজুয়েট এবং ৩০০ জন টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - L&DC.03/2021। আবেদন করতে হবে অনলাইনে ১০ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে এবং সেই আবেদন পত্রের প্রিন্ট আউট ডাকের মাধ্যমে পাঠাতে হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1973 অনুযায়ী। অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ - ১বছর।

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য


যে যে শাখায় গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ৭০টি
২) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ১০টি
৩) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ১০টি
৪) সিভিল ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ৩৫টি
৫) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ৭৫টি
৬) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ২০টি
৭) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ১০টি
৮) মাইনিং ইঞ্জিনিয়ারিং 
আসন সংখ্যা - ২০টি

যে যে শাখায় টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ৮৫টি
২) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ১০টি
৩) ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ১০টি
৪) সিভিল ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ৩৫টি
৫) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ৯০টি
৬) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
আসন সংখ্যা - ২৫টি
৭) মাইনিং ইঞ্জিনিয়ারিং 
আসন সংখ্যা - ৩০টি
৮) ফার্মেসি
আসন সংখ্যা - ১৫টি

যোগ্যতা


ক) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে যোগ্যতা হল - কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃতি প্রাপ্ত যে কোন ইন্সটিটিউশন/বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শাখাতে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ডিগ্রী (ফুল টাইম) থাকতে হবে।

খ) টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে যোগ্যতা হল - কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃতি প্রাপ্ত যে কোন ইন্সটিটিউশন/বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট শাখাতে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি ডিপ্লোমা (ফুল টাইম) থাকতে হবে।

তবে প্রতিটি ক্ষেত্রেই যে সকল আবেদনকারী ২০১৯/২০২০/২০২১ সালে ডিগ্রী/ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন কেবল তারাই আবেদনের যোগ্য।

এছাড়াও পূর্বে কোন কাজের অভিজ্ঞতা বা অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন না।

বয়স - বয়স হতে হবে Apprenticeship Rules অনুযায়ী।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ড হল ১৫,০২৮/- টাকা এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ড হল ১২,৫২৪/- টাকা।

এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য কেবলমাত্র অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিনাড়ু, কর্ণাটক, পণ্ডিচেরী ও লাক্ষাদ্বীপের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি :-
আবেদন পত্রে দেওয়া শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NLC ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট  https://www.nlcindia.in/  এ ১০ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে। তবে তার আগে 
ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল www.mhrdnats.gov.in  এ অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে।
আবেদন পত্র পূরণ করার পর তার প্রিন্ট আউট বার করে প্রয়োজনীয় তথ্যাদি সহ তা ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The General Manager, Learning & Development Centre, N.L.C India Limited, Block : 20, Neyveli - 607 803 '।

 সিলেক্টেড প্রার্থীদের তালিকা প্রকাশিত করা হবে - ১২ মার্চ, ২০২২।
অ্যাপ্রেন্টিসশিপের জয়েনিং এর সম্ভাব্য তারিখ ২১ মার্চ, ২০২২। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NLC ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট https://www.nlcindia.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ