ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রের শিক্ষা দপ্তরের অধীন কলকাতার শিক্ষক প্রশিক্ষণ সংস্থায় ( National Institute of Technical Teachers' Training & Research) অ্যাসিস্ট্যান্ট ও অফিসার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ০৫/২০২১-২২। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৯ জুলাই, ২০২১ এর মধ্যে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি- CLICK HERE 

যোগ্যতা

(১) Assistant Professor - প্রথম শ্রেণীর নম্বর সহ ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। 

(২) Technical Assistant Grade II -(Civil) - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

(৩) Technical Assistant Grade II -(Electrical) - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

(৪) Section Officer Grade II – (Secretarial)- যে কোনও শাখায় গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

(৫) Section Officer Grade I-  যে কোনও শাখায় গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে  কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

২ এবং ৩ নম্বর সিরিয়ালের জন্য বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ৪ এবং ৫ নম্বর সিরিয়ালের জন্য বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ১ নম্বর সিরিয়ালের ক্ষেত্রে বয়সের কোনও বিধিনিষেধ নেই। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রতিটি ক্ষেত্রেই বয়সের ছাড় আছে। 

 

পোস্ট অনুযায়ী বেতন ও কাজের মেয়াদ

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৯ জুলাই, ২০২১ এর মধ্যে। আবেদনের ফি ৫০০ টাকা (Rs. 250/- Application fee for SC/ST/Persons with disabilities candidates)। 

গুরুত্বপূর্ণ লিঙ্ক

 

Application form for Teaching post


Application form for Non-Teaching posts

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  শিক্ষক প্রশিক্ষণ সংস্থার এই ওয়েবসাইট- http://www.nitttrkol.ac.in/ । 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ