ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংএ অ্যাসিস্ট্যান্ট, অফিসার, ইঞ্জিনিয়ার সহ গ্রুপ - এ, গ্রুপ - বি এবং গ্রুপ - সি এর বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NIOS/RC/01/2021। আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে ১০ অক্টোবর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি click here

আবেদনের লিঙ্ক click here

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


গ্রুপ - এ পোস্ট


১) ডিরেক্টর
শূন্যপদ - ১ (UR - 1)
যোগ্যতা -  কমপক্ষে ৫৫% নম্বর সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রীর পাশাপাশি ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  হিন্দি/ ইংরেজি ভাষাতে জ্ঞান থাকতে হবে।
বয়স - ৫২ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম - ১,২৩,১০০/- - ২,১৫,৯০০/- টাকা

২) জয়েন্ট ডিরেক্টর (মিডিয়া)
শূন্যপদ - ১(UR - 1)
যোগ্যতা - মাসকমিউনিকেশন এ মাস্টার্স ডিগ্রী এবং প্রোডাকশন অফ রেডিও প্রোগ্রামস/ফিল্মস এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে এবং পাশাপাশি ৫বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ৪৭ বছর এর মধ্যে
বেতনক্রম - ১,২৩,১০০/- - ২,১৫,৯০০/- টাকা

৩) ডেপুটি ডিরেক্টর (অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১(UR - 1)
যোগ্যতা - IA এবং IS এ সার্ভিস থেকে ডেপুটেসানে নেওয়া হবে। কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকতে হবে।
বয়স - ৫৬ বছর এর মধ্যে
বেতনক্রম - ৭৮,৮০০/- - ২,০৯,২০০/- টাকা

৪) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Admn.)
শূন্যপদ - ২ (UR - 1, OBC - 1)
যোগ্যতা - ৫বছরের অভিজ্ঞতার পাশাপাশি দ্বিতীয় শ্রেণীর গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।  কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকতে হবে।
বয়স - ৩৭ বছরের মধ্যে
বেতনক্রম - ৬৭,৭০০/- - ২,০৮,৭০০/- টাকা

৫) অ্যাকাউন্টস অফিসার
শূন্যপদ - ১
যোগ্যতা - সংলিষ্ট কাজে অভিজ্ঞতার পাশাপাশি কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকতে হবে। 
বয়স - ৫৬ বছরের মধ্যে
বেতনক্রম - ৬৭,৭০০/- - ২,০৮,৭০০/- টাকা

৬) অ্যাকাডেমিক অফিসার
শূন্যপদ - ১৭ (UR - 7,EWS - 2,OBC - 5, SC-2, ST - 1)
বিষয় - ১) ডিফেন্স স্টাডিস
             ২)ইংরেজি
             ৩) ফাইন আর্টস
             ৪) লিঙ্গুইস্টিকস/অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস
              ৫) মাস কমিউনিকেশন
               ৬) সাইকোলজি
               ৭)সংস্কৃত
               ৮) বিজ্ঞান
                ৯) সামাজিক বিজ্ঞান
               ১০) স্পেশাল এডুকেশন
               ১১) যোগা
                ১২) সেক্রেটারিয়েল প্র্যাক্টিস
                ১৩) টেকনোলজি
                 ১৪) এগ্রিকালচার
                  ১৫) প্যারা মেডিক্যাল
                  ১৬) হোম সায়েন্স
                  ১৭) আই সি টি
যোগ্যতা - সামাজিক বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে কমপক্ষে ৫৫% নম্বর সহ ইতিহাস/ভূগোল/রাজনৈতিক বিজ্ঞান/অর্থনীতিতে মাস্টার ডিগ্রী থাকতে হবে।
বাকি অন্যান্য বিষয় গুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রী থাকতে হবে এবং প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকতে হবে।
বয়স - ৩৭ বছরের মধ্যে
বেতনক্রম - ৫৬,১০০/- - ১,৭৭,৫০০/- টাকা

৭) রিসার্চ অ্যান্ড ইভালুয়েশন অফিসার
শূন্যপদ - ১
যোগ্যতা - এডুকেশন/সোশ্যিয়োলজি/সাইকোলজি/মেজারমেন্ট/সাইকোমেট্রি/ এডুকেশনাল স্ট্যাটিসটিক্স - যে কোনো একটি বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার ডিগ্রী থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন  ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকতে হবে।
বয়স - ৩৭ বছরের মধ্যে
বেতনক্রম - ৫৬,১০০/- - ১,৭৭,৫০০/- টাকা

গ্রুপ - বি পোস্ট


৮) সেকশন অফিসার 
শূন্যপদ - ৭ ( UR - 4, EWS - 1, OBC - 2)
যোগ্যতা - দ্বিতীয় শ্রেণীর গ্র্যাজুয়েট হতে হবে এবং কেন্দ্রীয় সরকারের অফিস প্রসিডিওর, সার্ভিস রুলস এবং ফাইন্যান্সিয়াল রুলস ও কম্পিউটারে জ্ঞান থাকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
বয়স - ৩৭ বছরের মধ্যে
বেতনক্রম - ৪৪,৯০০/- - ১,৪২,৪০০/- টাকা

৯) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ১ (UR - 1)
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকার পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকতে হবে।
বয়স - ৩০বছরের মধ্যে
বেতনক্রম - ৪৪,৯০০/- - ১,৪২,৪০০/- টাকা

১০) হিন্দি অফিসার
শূন্যপদ - ১ (UR - 1)
যোগ্যতা - মূল বিষয় হিসেবে হিন্দি/ইংরেজি ভাষা তে গ্র্যাজুয়েট এবং দ্বিতীয় শ্রেণীর হিন্দি/ইংরেজি ভাষাতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে। পাশাপাশি ৫ বছরের অভিজ্ঞতা ও হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করার ডিপ্লোমা/সার্টিফিকেট এবং কম্পিউটার এ জ্ঞান থাকতে হবে।
বয়স - ৩৭ বছরের মধ্যে
বেতনক্রম - ৪৪,৯০০/- - ১,৪২,৪০০/- টাকা

১১) অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার
শূন্যপদ - ১
যোগ্যতা - কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞ হতে হবে।
বয়স - ৫৬ বছরের মধ্যে
বেতনক্রম - ৪৪,৯০০/- - ১,৪২,৪০০/- টাকা

১২) ই ডি পি সুপারভাইসার
শূন্যপদ - ৩৭ (UR - 18, EWS-5, OBC-11, SC-2, ST-1)
যোগ্যতা - গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে এবং প্রোগ্রামিং এবং সিস্টেম ডেভেলপমেন্টে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কেন্দ্রীয় বা সরকারি বা রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি ক্ষেত্রে অফিসার হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - ৩৭ বছরের মধ্যে
বেতনক্রম - ৩৫,৪০০/- - ১,১২,৪০০/- টাকা

১৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১(UR - 1)
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিগ্রী/ডিপ্লোমার পাশাপাশি ৩বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার ও হিন্দি বা ইংরেজিতে জ্ঞান থাকাতে হবে।
বয়স - ৩০ বছরের মধ্যে
বেতনক্রম - ৩৫,৪০০/- - ১,১২,৪০০/- টাকা

গ্রুপ - সি পোস্ট


১৪) অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৪(EWS-1, OBC-2, ST-1)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং অফিস প্রসিডিওর, নোটিং, ড্রাফটিং, সরকারি নিয়ম বিধি সম্পর্কে ও হিন্দি/ইংরেজি ভাষাতে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি ঘন্টায় ৮০০০ কী ডিপ্রেসন স্পীডে কাজের দক্ষতা থাকতে হবে।
বয়স - ২৭ বছরের মধ্যে
বেতনক্রম - ২৫,৫০০/- - ৮১,১০০/- টাকা

১৫) স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৩(UR - 3, ST - 1)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ ও সেক্রেটারিয়েল প্র্যাক্টিসে সার্টিফিকেট/ডিপ্লোমা প্রাপ্ত হওয়ার পাশাপাশি কম্পিউটারে শর্ট হ্যান্ড এ হিন্দি/ইংরেজিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং প্রতি ঘন্টায় ৮০০০ কী ডিপ্রেসন স্পীডে কাজের দক্ষতা থাকতে হবে।
বয়স - ২৭ বছর পর্যন্ত
বেতনক্রম - ২৫,৫০০/- - ৮১,১০০/- টাকা

১৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৩৬ (UR-18, EWS-4, OBC-8, SC-5, ST-1)
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং  হিন্দি/ইংরেজি ভাষাতে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি ঘন্টায় ৬০০০ কী ডিপ্রেসন স্পীডে কাজের দক্ষতা থাকতে হবে।
বয়স - ২৭ বছরের মধ্যে
বেতনক্রম - ১৯,৯০০/- - ৬৩,২০০/- টাকা

নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার দুটি পেপার (Paper - I, Paper - II)।          Paper - I এ হবে ১০০ নম্বরের পরীক্ষা, সময়সীমা ২ ঘণ্টা। অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে। এই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ অংশ নম্বর কাটা যাবে।  Paper - II তে ১০০ নম্বরের পরীক্ষা, তবে সময়সীমা ৩ ঘণ্টা। ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে। ইন্টারভিউতে থাকবে ৫০ নম্বর।

লিখিত পরীক্ষা দেওয়ার কেন্দ্র গুলি হল - কলকাতা, নিউ দিল্লী, দিল্লী-NCR, পুনে, চেন্নাই, গুয়াহাটি।

দুটি পেপারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরবর্তী পর্যায়ের ইন্টারভিউতে ডাকা হবে।
 লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে ১০ অক্টোবর, ২০২১ এর মধ্যে। ওয়েবসাইটটি হল - https://recruitment.nios.ac.in/  ।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট - www.nios.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ