ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করবে কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস। বিজ্ঞপ্তি নম্বর - RECRUIT - 2022/ESTT./NILD/2382। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি (OBC)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ২৫টি হিন্দি শব্দ টাইপিং করার দক্ষতা অথবা ম্যানুয়াল টাইপরাইটারে অথবা কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ২

২) অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী এবং মেটেরিয়াল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৪

৩) ইলেকট্রিশিয়ান - কাম - জেনারেটর অপারেটর
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে লাইসেন্স এবং জেনারেটর সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ১

৪) প্যাথোলজি টেকনিশিয়ান
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - বিজ্ঞান শাখার বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) বা সমতুল্য বিষয়ে দুই বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৬


৫) রেসিডেন্ট মেডিক্যাল অফিসার
শূন্যপদ - ১টি (OBC)
যোগ্যতা - এমবিবিএস ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ১০

৬) লেকচারার (ফিজিওথেরাপি)
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - ফিজিওথেরাপিতে ডিগ্রী সহ কমপক্ষে ৫৫% নম্বর সহ ফিজিওথেরাপিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ১০

৭) লেকচারার (SER) 
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ডিসাবিলিটি/রিহ্যাবিলিটেশন টপিকে পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ১০

৮) স্টাফ নার্স
শূন্যপদ - ১টি (ST)
যোগ্যতা - জেনারেল নার্সিং এবং মিডউইফেরিতে ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা ও ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাক্ট ১৯৪৭/স্টেট নার্সিং কাউন্সিল এর অধীনে নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে রেজিস্টার্ড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৭

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি :-
চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা (৮০% নম্বর) ও আবেদন পত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর (১০% নম্বর) এবং অভিজ্ঞতা (১০% নম্বর) এর ভিত্তিতে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র NILD এর অফিসিয়াল ওয়েবসাইট www.niohkol.nic.in  থেকে ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে খামের উপর যে পোস্টের জন্য আবেদন করা হবে সেটির নাম লিখতে হবে। এবং ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T Road, Bon-Hooghly, Kolkata - 700090 '।

আবেদন মূল্য ৩০০/- টাকা। টাকা জমা করতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে। ড্রাফট করতে হবে এই ঠিকানায় - " in favour of National Institute for the Orthopaedically Handicapped, payable at Kolkata "। 
তবে এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NILD এর অফিসিয়াল ওয়েবসাইট www.niohkol.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ