ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইন্সটিটিউট অফ ফ্যাশন টেকনোলজিতে (NIFT) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 07/Assistant Professor/Contract/2021। আবেদন করতে হবে অনলাইনে NIFT এর অফিসিয়াল ওয়েবসাইটে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


শূন্যপদ - ১৯০টি (UR - 77, SC - 27, ST - 14, OBC - 53, EWS - 19)
যোগ্যতা - পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী / পি এইচ ডি ডিগ্রী (Annexure - l এর বিষয়ের মধ্যে) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে। 
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় দিতে।
বেতনক্রম (বেসিক পে)- ৫৬,১০০/- টাকা

৫ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

নির্বাচন পদ্ধতি


প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা, উপস্থাপন করার ক্ষমতা এবং ইন্টারভিউ এর উপর ভিত্তি করে। মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় দুটি পেপার থাকবে। যথা - পার্ট ১ ও পার্ট ২। পার্ট ১ পেপার হবে ৫০ নম্বরের। যে বিষয়গুলি থাকবে সেগুলি হল - General Ability, Communication Ability, General Awareness, Analytical Ability, Test of Reasoning, Data Interpretation। পেপার ২ প্রফেশনাল অ্যাপটিটিউড এর উপর থাকবে ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী পরবর্তী ধাপগুলি দিতে পারবে। তিনটি ধাপের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট www.nift.ac.in  এ ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

নীচের কিউ আর কোড স্ক্যান করেও আবেদন করতে পারবেন। 

অনলাইনে আবেদন করার পর আবেদন পত্র এর প্রিন্ট আউট বার করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ তা খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Office of Registrar, Head Office, NIFT Campus, Hauz Khaz, New Delhi - 110016 ' ১৫ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

খামের উপর লিখতে হবে " APPLICATION FOR THE POST OF ASSISTANT PROFESSOR "।

আবেদন ফি ১১৮০/- টাকা। তবে মহিলা/এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIFT এর অফিসিয়াল ওয়েবসাইট - www.nift.ac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ