ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (NIFT) তে অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ অক্টোবর, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

সংশোধনী বিজ্ঞপ্তে পাবেন এখানে click here 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস)
শূন্যপদ - ৩টি (UR - 2, OBC - 1)
গান্ধীনগর - ২টি
সুরাট - ১টি
যোগ্যতা - কমার্স গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা  অথবা  কমার্সে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও অ্যাকাউন্টিং সফটওয়্যার এ কাজের দক্ষতা থাকতে হবে।
পে স্কেল - লেভেল - ৪

২) অ্যাসিস্ট্যান্ট (অ্যাডমিন)
শূন্যপদ - ১টি (UR - 1)
গান্ধীনগর - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট  এবং হিন্দি বা ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দের টাইপিং স্পীড সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
 পে স্কেল - লেভেল - ৪

৩) মেশিন মেকানিক
শূন্যপদ - ১টি (UR - 1)
গান্ধীনগর - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশের পর স্টেট/সেন্ট্রাল বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে ৩ বছরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/মেকাট্রোনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে অথবা আই আই টি/ এন এস টি আই/আই ডি টি আর থেকে ২ বছরের মেশিনিস্ট/ মেকানিক মেশিন টুলস মেইনটেন্যান্স/ টেকনিশিয়ান মেকাট্রোনিকস/ টেক্সটাইল মেকাট্রোনিকস (NSQF লেভেল ৫) ডিপ্লোমা থাকতে হবে অথবা আই আই টি/ এন এস টি আই/আই ডি টি/ আই জি টি আর থেকে ২ বছরের ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স (NSQF লেভেল ৫) এ ডিপ্লোমা থাকতে হবে।
পে স্কেল - লেভেল - ৪

৪) স্টেনো গ্রেড - III
শূন্যপদ - ১টি (UR - 1)
গান্ধীনগর - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট  এবং কম্পিউটারে দক্ষতা সহ শর্ট হ্যান্ড এ স্পীড কমপক্ষে প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং  প্রতি মিনিটে ৪০টি শব্দ এর টাইপিং স্পীড থাকতে হবে ও পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।
পে স্কেল - লেভেল - ৪

৫) নার্স
শূন্যপদ - ১টি (UR - 1)
গান্ধীনগর - ১টি
যোগ্যতা - নার্সিং এ বি.এসসি অনার্স/নার্সিং এ বি.এসসি  রেগুলার কোর্স/ পোস্ট বেসিক বি.এসসি নার্সিং ডিগ্রী এবং স্টেট নার্সিং কাউন্সিল থেকে নার্স বা নার্স অ্যান্ড মিডউইফেরি (RN or RN and RN) হিসেবে রেজিস্টার্ড হতে হবে ও পাশাপাশি ৫০ শয্যা হাসপাতালে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে অথবা জেনারেল নার্সিং এবং মিডউইফেরি তে ডিপ্লোমা এবং স্টেট নার্সিং কাউন্সিল থেকে নার্স বা নার্স অ্যান্ড মিডউইফেরি (RN or RN and RN) হিসেবে রেজিস্টার্ড হতে হবে ও পাশাপাশি পাশাপাশি ৫০ শয্যা হাসপাতালে ২ বছর ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে।
পে স্কেল - লেভেল - ৪

৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৮টি (UR - 3, OBC - 2, EWS - 1, SC - 1, ST - 1)
গান্ধীনগর - ৮টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ  এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি ও হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি শব্দের টাইপিং স্পীড সহ কম্পিউটারে দক্ষতা, এম এস ওয়ার্ড, মেল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, মেল লেখা প্রভৃতিতে দক্ষ হতে হবে।
কম্পিউটারে ডিপ্লোমা থাকলে আগে সুযোগ।
পে স্কেল - লেভেল - ২

৭) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট 
শূন্যপদ - ১টি (UR - 1)
গান্ধীনগর - ১টি
যোগ্যতা - লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট অথবা লাইব্রেরী সায়েন্সে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পে স্কেল - লেভেল - ২

৮) ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৮টি (UR - 5, OBC - 2,  SC - 1)
গান্ধীনগর - ৭টি
সুরাট - ১টি

ক) ফাউন্ডেশন প্রোগ্রাম অ্যান্ড ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল অ্যাকসেসরিস ডিপার্টমেন্ট (কমপিটেন্সি এ)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং তার অধিক ও মাধ্যমিকের পর কোন ইনস্টিটিউট/আই টি আই তে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান/ টার্নার/ ফিলার মেশিনিস্ট - এ ২ বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট  অথবা লেদার গুডস মেকার/ ক্যারপেন্ট্রি তে ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।

খ) টেক্সটাইল ডিজাইন ডিপার্টমেন্ট (কমপিটেন্সি ই)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং তার অধিক ও মাধ্যমিকের পর কোন ইনস্টিটিউট/আই আই এইচ টি তে হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা অথবা ওয়েট প্রসেসিং টেকনিশিয়ান এ ২ বছরের ডিপ্লোমা অথবা ওয়েভিং টেকনিশিয়ান ফর সিল্ক অ্যান্ড উলেন ফেব্রিকস এ ১ বছরের সার্টিফিকেট থাকতে হবে এবং পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।

গ) ফ্যাশন কমিউনিকেশন ডিপার্টমেন্ট (কমপিটেন্সি এফ)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং তার অধিক ও মাধ্যমিকের পর কোন ইনস্টিটিউট/আই টি আই  থেকে ডিজিট্যাল ফটোগ্রাফার/ ভিডিও ক্যামেরাম্যান/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম এ ১/২ বছরের ফুল টাইম ডিপ্লোমা/ সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।

ঘ) ফ্যাশন টেকনোলজি (কমপিটেন্সি এ)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং তার অধিক ও মাধ্যমিকের পর স্টেট/সেন্ট্রাল বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা অথবা মেশিনিস্ট/ মেকানিক মেশিন টুলস মেইনটেন্যান্স/ টেকনিশিয়ান মেকাত্রণিকস/ টেক্সটাইল মেকাট্রনিকস (NSQF লেভেল ৫) এ ২ বছরের ডিপ্লোমা অথবা উচ্চমাধ্যমিকের পর আই টি আই /এন এস টি আই/আই ডি টি আর/ আই জি টি আর থেকে ইনস্ট্রুমেন্ট মেকানিক/ মেকানিক/ ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স (NSQF লেভেল ৫) এ ২ বছরের ডিপ্লোমা অথবা ইন্ডাস্ট্রিয়াল সিউইং মেশিন টেকনিশিয়ান (NSQF লেভেল ৩) এ ৬ মাসের NCVT সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।

ঙ) ফ্যাশন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট (কমপিটেন্সি জি)
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং তার অধিক ও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর কোন ইনস্টিটিউট/আই টি আই থেকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেইনটেন্যান্স/ ডেস্কটপ পাবলিশিং অপারেটর / মাল্টিমিডিয়া অ্যানিমেশন অ্যান্ড স্পেশাল এফেক্টস / ডেটা এন্ট্রি অপারেটর / ডেটাবেস সিস্টেম অ্যাসিস্ট্যান্ট এ ১/২ বছরের ফুল টাইম ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে অথবা ৩ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে পলিটেকনিক বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিকের পর নিলিট এর DOEACC স্কীম এর ' ও ' লেভেল কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।

পে স্কেল - লেভেল - ২

বয়স - ১৮ অক্টোবর, ২০২১ অনুযায়ী, প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর।
তবে এস সি/ এস টি এর ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ৩ বছরের অস্থায়ী চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে।

নির্বাচন পদ্ধতি


ক্রমিক নং ১ থেকে ৭ পর্যন্ত পোস্টগুলির ক্ষেত্রে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ক্রমিক নং ৮ এর পোস্টগুলির ক্ষেত্রে প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা বা স্কিল টেস্টের মাধ্যমে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ অক্টোবর, ২০২১ এর মধ্যে। প্রথমে NIFT এর অফিসয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। ওয়েবসাইটটি হল - https://nift.ac.in/gandhinagar/careers । 

আবেদন পত্রের সাথে সেলফ অ্যাটেস্টেড করা সার্টিফিকেটস, টেস্টিমোনিয়াল, বয়সের প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ইত্যাদি তথ্যাদির কপি খামে পুরে তার উপর যে পোস্টের জন্য আবেদন করা হবে তার নাম লিখে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Gh - 0 Road, Near Infocity, Gandhinagar - 282007 '।

GST সহ আবেদন ফি ২৯৫/- টাকা( মহিলা/ এস সি/এস টি এর ক্ষেত্রে আবেদন ফি লাগবে না)। আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফট/UTR এর মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " National Institute of Fashion Technology, Gandhinagar " payable at Ahmedabad/Gandhinagar '।
A/c No. 359302050000198
IFSC Code - UBIN 0535931

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIFT এর অফিসয়াল ওয়েবসাইট - www.nift.ac.in/gandhinagar

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ