ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সি এস আই আর - ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে (CSIR - NGRI) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) এবং জুনিয়র স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 6/2021 dated 01.09.2021। আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ অক্টোবর, ২০২১(সন্ধ্যে ৬টা) এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে । 


Click here for online Application
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) 
পোস্ট কোড - JSAG
শূন্যপদ - ৬টি (UR - 3, OBC (Non Creamy layer) - 2, ST - 1)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ  এবং কম্পিউটারে স্পীডে টাইপ করার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ২৮ বছর। তবে ওবিসির ক্ষেত্রে ৩১ বছর এবং এস টি এর ক্ষেত্রে ৩৩ বছর পর্যন্ত ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০টাকা (আনুমানিক ৩২,৬০০/- টাকা)

২) জুনিয়র স্টেনোগ্রাফার
পোস্ট কোড - JSG
শূন্যপদ - ১টি( OBC (Non Creamy layer) -
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ  এবং কম্পিউটারে স্পীডে টাইপ করার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সম্পর্কে দক্ষতা ও জ্ঞান থাকতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০টাকা (আনুমানিক ৪৩,৩৬৮/- টাকা)



নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে। লিখিত পরীক্ষা ও এম আর (OMR) শিট/ কম্পিউটার বেসড হবে। পেপার - ১ ও পেপার - ২ দুটি ভাগে হবে। পেপার - ১ এর বিষয়বস্তু হল মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। মোট ২০০ নম্বরের পরীক্ষা, প্রশ্ন সংখ্যা ১০০, সময় সীমা - ৯০ মিনিট।
পেপার - ২ এর বিষয়বস্তু হল জেনারেল আওয়ারনেস ও ইংরেজি। মোট ৩০০ নম্বরের পরীক্ষা, প্রশ্ন সংখ্যা ১০০, সময় সীমা - ১ ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
প্রথম পত্রে পাশ করলে তবে দ্বিতীয় পত্রের পরীক্ষাতে বসতে পারবেন।
স্কিল টেস্ট হিসেবে টাইপিং স্পীড টেস্ট দেখা হবে যেখানে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে হবে।
চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে এই পরীক্ষা গুলিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ অক্টোবর, ২০২১(সন্ধ্যে ৬টা) এর মধ্যে। 

Click here for online Application  


আবেদন ফি ১০০/- টাকা। তবে মহিলা/এস সি/এস টি/প্রতিবন্ধী/সি এস আই আর এমপ্লয়ীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে লাগবে না। আবেদন ফি জমা করতে হবে ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে।


আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট - https://www.ngri.res.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ